পাবনায় জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের যৌথ অভিযানে শহরের রূপকথা রোড এলাকার শহীদ আমিন উদ্দিন আইন কলেজ ক্যাম্পাসের পরিত্যক্ত ভবন থেকে ৬ মাদকসেবী ও মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রোববার দুপুরে তাদের আটক করা হয়।আটকরা হলেন, সদর উপজেলার পৈলানপুর মহল্লার মৃত বাশার বাবুলের ছেলে আব্দুল্লাহ (২৪), শান্তিনগর মহল্লার হাসান সরদারের ছেলে পানু সরদার, পৈলানপুর মহল্লার মনি শিকদারের ছেলে নান্টু শিকদার, মৃত আব্দুস ছামাদের ছেলে রফিক (৩৫), দক্ষিণ রামচন্দ্রপুর মহল্লার ইসমাইল সরদারের ছেলে আজিজুল (৫৫) ও গোপালপুর মহল্লার আব্দুল্লার ছেলে আলি আজম (৪৮)।পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত রহমানের সামনে হাজির করা হলে সাক্ষ্য প্রমাণ শেষে বিজ্ঞ বিচারক আব্দুল্লাহ, পানু সরদার ও নান্টুকে ৩ মাসের এবং রফিক, আজিজুল ও আলি আজমকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।পাবনা মাদকদ্রব্য অধিদফতরের পরিদর্শক খবির আহমেদ জাগো নিউজকে জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেয়া হয়েছে। সাজাপ্রাপ্তদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।একে জামান/এসএস
Advertisement