মধ্যরাতে রাজধানীবাসীর ঘুম ভাঙল আকাশজুড়ে ঘনঘন বজ্রপাত, বিদ্যুতের ঝলকানি, ঝোড়ো হাওয়া আর বৃষ্টিপাতের শব্দে। রাত তখন আনুমানিক তিনটা। ১৯তম রোজা রাখার নিয়তে সাহরি খেতে কেউ ঘুম থেকে উঠেছেন আবার কেউবা ঘুমে অচেতন। হঠাৎ করে প্রবল বেগে ঝোড়ো বাতাস বইতে থাকে। আকাশে ঘনঘন বিদ্যুৎ চমকাতে থাকে। সেই সঙ্গে প্রচণ্ড শব্দে বজ্রপাতসহ বৃষ্টি শুরু হয়। মুহূর্তের মধ্যে গুমোট গরম পরিবেশ হিমেল পরিবেশে পরিণত হয়। অনেকেই আড়মোড়া ভেঙে যখন ঘুম থেকে উঠে সাহরি খেতে বসেন তখন বাইরে মুষলধারে বৃষ্টি নেমেছে।
Advertisement
আবহাওয়া অধিদফতরের কর্মকর্তা মোহাম্মদ আবদুল লতিফ জানান, রাজধানীর আগারগাঁওয়ে সর্বোচ্চ ঘণ্টায় ৫৪ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাসের গতিবেগ রেকর্ড করা হয়। রাজধানীর বিভিন্ন স্থানে ঝোড়ো বাতাসসহ মুষলধারে বৃষ্টি হচ্ছে।
এর আগে শুক্রবার সন্ধ্যায় রাজধানীতে এক দফা বৃষ্টিপাত হয়।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে আগেই বলা হয়েছিল, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
Advertisement
গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এমইউ/এসআর