নীলফামারীর ডোমারে পুলিশের ওপর হামলা ও দশম সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে নাশকতা সৃষ্টির মামলায় ডোমার উপজেলা ছাত্রদলের সভাপতি শাহীন আলম শান্ত (৩০) ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদ বুসনিয়া সজিবকে (৩২) কারাগারে পাঠিয়েছে আদালত। রোববার দুপুরে নীলফামারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালতের বিচারক সামিউল ইসলাম জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।প্রদীপ কুমার রায় জাগো নিউজকে জানান, ২০১৪ সালের দশম সংসদ নির্বাচন চলাকালে উপজেলার ডুগডুগি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বড়গাছা দর্গাপাড়া মাদরাসা নামক দু’টি ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসারসহ দায়িত্বরত কর্মকর্তাদের ওপর হামলা চালিয়ে ব্যালট পেপার ছিনতাই ও অগ্নিসংযোগ করে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা। এ ঘটনায় পৃথক দুটি মামলা হলে আসামিদের বিরুদ্ধে তদন্তপূর্বক চলতি বছরের ৩১ মার্চ অভিযোগপত্র আদালতে দাখিল করে ডোমার থানার পুলিশ। আসামিরা দীর্ঘদিন পলাতক ছিলেন। রোববার আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের জেলহাজতে পাঠায়।জাহেদুল ইসলাম/এসএস/আরআইপি
Advertisement