‘ভারতের বিজেপি নেতৃত্বাধীন জোট সংখ্যালঘু মুসলিম ও অন্যান্য সম্প্রদায়ের সঙ্গে ভালো ব্যবহার করবে’ এমন প্রত্যাশা রেখে দেশটির নির্বাচনে জয়ী প্রধানমন্ত্রী মোদিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ-ভাসানী)।
Advertisement
আরও পড়ুন>> সম্পর্কের ধারাবাহিকতা প্রত্যাশা আওয়ামী লীগের
শুক্রবার দলের দফতর সম্পাক অধ্যাপক কেএম ওবায়দুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদি সরকারের দ্বিতীয় মেয়াদে বিপুল বিজয়ে ২০দলীয় জোটের শরিক ন্যাপ-ভাসানীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
ন্যাপ-ভাসানীর চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আজহারুল ইসলাম ও ভারপ্রাপ্ত মহাসচিব গোলাম মোস্তফা আকন্দ যৌথভাবে এই শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
Advertisement
আরও পড়ুন>> প্রত্যাশা থাকলেও বিজেপির বিজয়ে উচ্ছ্বাস নেই বিএনপির
নেতৃদ্বয় বলেন, ‘যদিও বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট একটি সাম্প্রদায়িক শক্তি, তথাপি তারা ভারতের সংখ্যালঘু মুসলিম ও অন্যান্য সম্প্রদায়ের প্রতি আন্তরিক ও ভালো ব্যবহার করবে বলে আমরা আশা করি।’
‘বাংলাদেশ ও ভারতের সঙ্গে অমীমাংসিত বিষয়গুলো মোদি সরকার অত্যন্ত আন্তরিকতার সঙ্গে মীমাংসা ও বিশেষ করে তিস্তার পানিসহ অভিন্ন নদীগুলোর পানির হিস্যা নিশ্চিত করবে বলে আমাদের বিশ্বাস। বিশেষ করে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক শান্তি ও সম্প্রীতি রক্ষার্থে মোদি সরকার বিশেষ অবদান রাখবে বলে মনে করি।’
কেএইচ/জেডএ/এমকেএইচ
Advertisement