জাতীয়

ভাড়া নির্ধারণে যাত্রী প্রতিনিধি অন্তর্ভুক্তির দাবি

বাস-অটোরিক্সাসহ গণপরিবহনের ভাড়া নির্ধারণ কমিটিতে মালিক-শ্রমিকদের পাশাপাশি সংখ্যানুপাতে যাত্রী প্রতিনিধি অন্তর্ভুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। রোববার  জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, বাসভাড়া নির্ধারণ কমিটি ও সিএনজি চালিত অটোরিক্সা ভাড়া নির্ধারণ কমিটি এবং ব্যয় বিশ্লেষণ কমিটি পুনর্গঠন করে মালিক ও শ্রমিক প্রতিনিধির সংখ্যানুপাতে যাত্রী প্রতিনিধি অন্তর্ভুক্ত করার দাবিতে গত ৩ সেপ্টেম্বর সেতুমন্ত্রী, সচিব, বিআরটিয়ে চেয়ারম্যান বরাবর স্বারকলিপি প্রদান করা হয়েছে।তিনি আরো বলেন, গত ১ সেপ্টেম্বর থেকে সিএনজি গ্যাসের দাম বাড়ানোর পর পুনরায় বাস ও অটোরিকশার ভাড়া বাড়ানোর কথা শোনা যাচ্ছে। গ্যাসের দাম বাড়ানোর আগেই যাত্রী সাধারণের মতামতের তোয়াক্কা না করে সিএনজিচালিত অটোরিকশার ভাড়া ৬০ শতাংশ বাড়ানোর জন্য বিআরটিএ’র পক্ষ থেকে মন্ত্রণালয়ে পত্র পাঠানো হয়েছে। বাস মালিক সমিতির পক্ষ থেকেও বাসভাড়া ২৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।যাত্রীদের মতামত না নিয়ে বাস ও অটোরিকশার ভাড়া নির্ধারণ করা হলে যাত্রী স্বার্থ চরমভাবে লঙ্ঘিত হবে বলেও মন্তব্য করেন তিনি।মোজাম্মেল হক বলেন, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি সব সময় যাত্রী অধিকার প্রতিষ্ঠা, যাত্রী সচেতনতা সৃষ্টি, যাত্রী হয়রানি বন্ধ, ভাড়া নৈরাজ্যরোধসহ গণপরিবহনের অন্যায্য ও অগ্রহণযোগ্য কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করবে।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকী, যাত্রীকল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান, ভাড়াটিয়া অধিকার আন্দোলনের নেতা বাহারানে সুলতান বাহার প্রমুখ। আএসএস/একে/আরআইপি

Advertisement