ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট নিরঙ্কুশভাবে জয়লাভ করায় নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
Advertisement
বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনগুলোতে আরও জোরদার হবে এবং দু’দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়বে- এমন প্রত্যাশা ব্যক্ত করেছে সংগঠনটি।
শুক্রবার সংগঠনটির কেন্দ্রীয় প্রচার বিভাগের এম. আলম স্বাক্ষরিত বিবৃতিতে জামায়াতের আমির মকবুল আহমাদ বলেন, ‘ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট বিজয় লাভ করায় আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এনডিএ জোটের নেতা নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানাচ্ছি।’
তিনি বলেন, ‘আশা করি, নরেন্দ্র মোদির সরকার ভারতকে উন্নতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে এবং বাংলাদেশসহ প্রতিবেশি দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক আরও দৃঢ় করবে। বিশেষ করে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনগুলোতে আরও জোরদার হবে এবং দু’দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়বে।’
Advertisement
মকবুল আহমাদ বলেন, ‘আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।’
কেএইচ/জেএইচ/পিআর