দেশজুড়ে

পুনঃনিয়োগ পেলেন বিসিকের ৪৩৮ কর্মকর্তা

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এসএমসিআইএফ-এ পুনঃনিয়োগ পেলেন চারদলীয় জোট সরকারের আমলে চাকরি বাতিলকৃত বিসিকের চার প্রকল্পের ৪৩৮ জন। এর মধ্যে গত ২ আগস্ট থেকে পর্যায়ক্রমে দেশের বিভিন্নস্থানে এই পর্যন্ত একশ জনকে পদায়ন করেছে শিল্প মন্ত্রণালয়।চলতি মাসের  মধ্যে অন্যদের পদায়ন সম্পন্ন হবে বলে চাকরি ফিরে পাওয়াদের একজন জানিয়েছেন।নতুন করে চাকরি ফিরে পাওয়াদের একজন আহছান হাবিব মামুন জানান, বিগত চারদলীয় জোট সরকারের আমলে মতিউর রহমান নিজামী শিল্পমন্ত্রী থাকা কালে (১/৭/২০০৪) ৪৩৮ জনের চাকরি অবসান করা হয়। অবশেষে দীর্ঘ ১০ বছর পর বতর্মান সরকারের সময়ে মানবেতর জীবন যাপন করা এসব চাকরিজীবীদের পুনরায় নিয়োগ প্রদান করা হয়।তিনি জানান, শিল্প মন্ত্রণালয়ে এক ওরিয়েন্টশন কোর্সের মাধ্যমে তাদের বিভিন্ন জেলায় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।আহছান হাবিব মামুন জানান, তিনিসহ বিগত ১০টি বছর বিসিকের ৪৩৮ কর্মকর্তা কর্মচারী মানবেতর জীবন যাপন করেছেন। গত ৩ সেপ্টেম্বর তিনি চাঁদপুরস্থ বিসিকের শিল্প সহায়ক কেন্দ্রে সহকারী সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে যোগদান করেন। তাদেরকে পুনরায় চাকরি প্রদানে তিনিসহ সকল কর্মকর্তা কর্মচারীগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, শিল্প সচিব (এনডিপি) মোশারফ হোসেন ভূঁইয়া, বিসিকের চেয়ারম্যান আহমদ হোসেন খানসহ  সকলের প্রতি তারা কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।এমএএস

Advertisement