দুই বছরের সন্তানকে একা রেখে চলে যায় মা। ক্ষুধার জ্বালায় ঘরের বাইরে বেরিয়ে পড়ে শিশুটি। ছোট্ট শিশুর কান্না মন ছুঁতে পারেনি কোনো মানুষের। সবাই অবহেলা করলেও অবহেলা করতে পারেনি একটি কুকুর। মানবিকতা যেখানে শেষ সেখান থেকেই স্নেহ-ভালবাসা দিয়ে কুকুরটি নিজের বুকের দুধ খাইয়ে বাঁচিয়ে রাখে শিশুটিকে। ঘটনাটি ঘটেছে চিলির রাজধানী স্যান্টিয়াগো থেকে ১২শ’ ৪০ মাইল দূরে উত্তরের একটি মরুভূমিতে। খবর ডেইলি মেইলের।সেই কুকুরটি আবার ক’দিন পরেই মা হতে চলেছে। কুকুরটি বুকে টেনে নেয় মানুষের সন্তানকে। নিজের বুকের দুধ পান করিয়ে বাঁচিয়ে রাখে সেই দুই বছরের ওই শিশুকে।বেশ কয়েকদিন ধরেই একেবারে নিজের সন্তানের মত শিশুটিকে আগলে রাখে কুকুরটি। সাধারণ মানুষ শিশুটিকে কুকুরের দুধ পান করতে দেখলেও একেবারে কোনো ভ্রুক্ষেপই করেনি তারা। পরে এক ব্যক্তি পুলিশকে খবর দেয়- হাসপাতালের পাশের গ্যারেজে একটা কুকুর ছোট্ট এক শিশুকে আগলে রেখেছে। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকরা জানান, শিশুটি অপুষ্টিতে ভূগছিল। কুকুরের স্নেহ-ভালবাসায় সে বেঁচে ছিল। এই কদিন খাবার না পেলে শিশুটিকে বাঁচানো অসম্ভব হত বলেও জানান তারা। এছাড়া এ ঘটনায় শিশুটির শরীরে বড় ধরনের কোনো সমস্যা দেখা দেয়নি। এদিকে শিশুটির মাকে এখন পর্যন্ত আটক করতে পারেনি দেশটির পুলিশ।এসআইএস/আরআইপি
Advertisement