রাজধানীর মিরপুর শাহআলী দিয়াবাড়ি এলাকায় আমের আড়তে অভিযান পরিচালনা করছে র্যাব।
Advertisement
মেট্রোপলিটন মিরপুর কৃষি অফিসারের সহযোগিতায় শুক্রবার (২৪ মে) সকাল ১০টায় র্যাব-৪ এ অভিযান শুরু করে। অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন র্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ।
তিনি জানান, ল্যাংড়া আম ৭ জুনের পর পাওয়ার কথা। কিন্তু ঠিকই তা দোকানে দোকানে পাওয়া যাচ্ছে। অসাধু ব্যবসায়ীরা অপরিপক্ব আম কেমিক্যাল দিয়ে পাকিয়ে বাজারজাত করছে যা মানবদেহের জন্য ক্ষতিকর।
ম্যাজিস্ট্রেট নিজাম বলেন, অভিযানে বিপুল পরিমাণ ল্যাংড়া ও গুটি আম জব্দ করা হয়েছে।
Advertisement
অভিযানে জব্দ আমের উপরে কাঁচা কিন্তু ভেতরে পাকা। অথচ আটি নরম। অভিযান শেষে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
অভিযানে উপস্থিত রয়েছেন র্যাব-৪ ও মেট্রোপলিটন মিরপুর কৃষি অফিসার নুরজাহান।
জেইউ/এএইচ/এমএস
Advertisement