জাতীয়

বিমানবন্দর স্টেশনে কমেছে টিকিট প্রত্যাশীদের চাপ

রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট বিক্রির চাপ দুপুর ১২টার দিকে কমে এসেছে। এর আগে শুক্রবার সকাল ৯টা থেকে চট্টগ্রাম ও নোয়াখালী রুটের ২ জুনের টিকিট বিক্রি শুরু হয় এ স্টেশনে। টিকিট কিনতে ভোর থেকে লাইনে দাঁড়ান টিকিট প্রত্যাশীরা।

Advertisement

বেলা সাড়ে ১১টা পর্যন্ত টিকিট পেতে দর্শনার্থীদের দীর্ঘ লাইন দেখা যায়। টিকিট কেনার সময় রেজিস্ট্রেশন করায় কিছুটা বাড়তি সময় লাগছিল। এ জন্য অনেকটা ধীর গতিতে এগোচ্ছিল টিকিট বিক্রি।

যাত্রীরা জানান, টিকিট বিক্রির ধীরগতি দেখে তারা চিৎকার-চেঁচামেচি শুরু করলে কাজে কিছুটা গতি আসে।

সকাল ৯টায় টিকিট কাটতে এসে দুপুর ১২টার আগে টিকিট পান ইকবাল হাসান। তিনি বলেন, এখন যারা টিকিট কিনতে আসবে, তারা আরও তাড়াতাড়ি পাবে। প্রথমদিকে বেশি সময় লাগছিল। সবাই চিৎকার-চেচামেচি শুরু করলে তাতে একটু গতি আসে।

Advertisement

ইকবাল হাসান আরও বলেন, এখন পর্যন্ত কতগুলো টিকিট আছে, তা আমরা কেউ বুঝতে পারছি না। কতগুলো টিকিট অবিক্রিত আছে, তা যদি দেখতে পেতাম, তাহলে আমাদের সুবিধা হতো। এখান তো সবাইকে অন্ধকারের ওপর দাঁড়িয়ে থাকতে হচ্ছে।

স্টেশনের ৯ নম্বর কাউন্টার থেকে বলা হয়, এখনও কিছু কিছু টিকিট আছে। যতক্ষণ টিকিট থাকবে, আমরা ততক্ষণ বিক্রি করব।

পিডি/এমএসএইচ/এমএস

Advertisement