শিক্ষার্থীর মৃত্যুতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনে থাকা মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ সোমবার আন্দোলন স্থগিত করেছেন। রোববার র্যালি পরবর্তী সমাবেশ থেকে এ ঘোষণা দেন ওই পরিষদের আহ্বায়ক অধ্যাপক সৈয়দ সামসুল আলম।তিনি বলেন, শাহরিয়ার মজুমদারের মৃত্যুতে আমরা শোকাহত। তার প্রতি শোক জানিয়ে সোমবার একদিনের জন্য সকল কর্মসূচি স্থগিত করছি। সোমবার দুপুরে একটি শোকর্যালি করার ঘোষণা দেন আন্দোলনকারীরা। শোক র্যালির পরে আবারো উপাচার্যের অপসারণ দাবিতে নতুন কর্মসূচি দেয়ার ঘোষণা দেন তিনি।রোববার দুপুর ১২টার দিকে র্যালিটি টিচার্স ক্যান্টিন থেকে শুরু হয়ে প্রশাসন ভবন-২ ভবনের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে অধ্যাপক মোহাম্মদ ইউনুছ, অধ্যাপক ইয়াসমিন হক, অধ্যাপক আনোয়ারুল ইসলামসহ অর্ধ-শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।এদিকে উপাচার্যের অপসারণ দাবি ও শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে পূর্বঘোষিত পুর্নদিবস কর্মবিরতি পালন করছেন তারা। অন্যদিকে শিক্ষকদের উপর হামলা তদন্তে গঠিত তদন্ত কমিটি প্রত্যাখান করেছে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ। এ সংক্রান্ত একটি চিঠি রেজিস্ট্রারকে দেয়া হয়েছে।সৈয়দ সামসুল আলম সাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, গত ৩০ আগস্ট মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষবৃন্দের পূর্বঘোষিত কর্মসূচিতে ছাত্রলীগ হামলা করে। হামলার সময় প্রক্টর কামরুজ্জামান চৌধুরী নিজেই উপস্থিত ছিলেন। আমরা জেনেছি ওই প্রক্টরকে দিয়ে একটি তদন্ত কমিটি করা হয়েছে। এ অবস্থায় আমরা দৃঢ়ভাবে ওই কমিটি প্রত্যাখান করছি। একই সঙ্গে শাবি ভিসির বিচারসহ ওই দিনের হামলার বিচার বিভাগীয় তদন্তে ব্যবস্থার অনুরোধ জানানো হয়।প্রসঙ্গত, ৩০ আগস্টের অনাকাঙ্খিত ঘটনা তদন্তে ৩১ আগস্ট তিন সদস্য বিশিষ্ঠ তদন্ত কমিটি গঠন করেন উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূঁইয়া। পরিসংখ্যান বিভাগের অধ্যাপক সাবিনা ইসলামকে প্রধান করে গঠিত তদন্ত কমিটির অন্য দুই সদস্য হলেন প্রক্টর অধ্যাপক কারুজ্জামান চৌধুরী এবং সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক আমিনা পারভিন।এসএস
Advertisement