শিক্ষা

একাদশে ভর্তি : সেন্ট যোসেফে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

একাদশে ভর্তি : সেন্ট যোসেফে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

একাদশ শ্রেণিতে ভর্তির অনিশ্চয়তাকে পুঁজি করে রাজধানীর সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় শিক্ষার্থীদের জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায় করছে বলে অভিযোগ উঠেছে। শুধু জিম্মি করে ভর্তিই নয়, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভর্তি ও আবেদন ফিও বেশি নেয়ার অভিযোগ উঠেছে।

Advertisement

শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী, যেসব কলেজ সরকারি অনুদান (এমপিও) পায় না বা অর্ধেক অনুদান পায়, সেসব প্রতিষ্ঠান বাংলা ভার্সনে সর্বোচ্চ আট হাজার এবং ইংরেজি ভার্সনে ১০ হাজার টাকা নিতে পারবে। কিন্তু সেন্ট যোসেফ কলেজ বাংলা ভার্সনে নিচ্ছে ১২ হাজার দুইশ আর ইংরেজি ভার্সনে ১৩ হাজার দুইশ টাকা।

ভর্তির আবেদনেও অতিরিক্ত টাকা নিয়েছে প্রতিষ্ঠানটি। যেখানে সরকারিভাবে একটি কলেজে আবেদন করতে লাগে ১২০ টাকা, সেখানে প্রতিষ্ঠান নিয়েছে ২৫০ টাকা। এসব ঘটনায় অভিভাবকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ব্রাদার রবি পিউরিফিকেশন জাগো নিউজকে বলেন, ৩০ মের মধ্যে ভর্তির কাজ শেষ করতে হবে। সে কারণে দ্রুত ভর্তি করানো হচ্ছে। এখানে জিম্মির কোনো বিষয় নেই। কাউকে জোর করে ভর্তি করানো হচ্ছে না। তবে ভর্তির পর কেউ তা বাতিল করলে টাকা ফেরত দেয়া সম্ভব নয়।

Advertisement

জানা গেছে, গত ২১ মে প্রতিষ্ঠানটি একাদশ শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করে পরদিনই মেধা তালিকায় স্থান প্রাপ্তদের ভর্তির নির্দেশ দেয়া হয়। এরপর ২৩ মে প্রথম অপেক্ষমাণ তালিকা প্রকাশ করে। এছাড়া পরবর্তীতেও আরও একাধিক অপেক্ষমাণ তালিকা প্রকাশ করা হবে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৩ মে) প্রতিষ্ঠানটিতে গেলে অভিভাবকরা জাগো নিউজকে বলেন, নটর ডেম কলেজে ভর্তির ফল প্রকাশ হলে অনেকেই সেখানে চলে যাবে- বিষয়টি কর্তৃপক্ষ জানে। তাই তারা বারবার অপেক্ষমাণ তালিকা প্রকাশ করে ভর্তি করবে। এ প্রক্রিয়ায় অর্থ আদায় কিছুতেই মানবিক ও সুন্দর হতে পারে না।

উল্লেখ্য, নটর ডেম কলেজে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হবে ২৫ মে। গত কয়েকবছরের অভিজ্ঞতায় দেখা গেছে, শিক্ষার্থীদের নটর ডেমে পড়ার প্রবণতাকে পুঁজি করে সেন্ট যোসেফ আগেই ভর্তির সময়সূচি নির্ধারণ করে থাকে। গতবছরও প্রায় তিনশ শিক্ষার্থী সেন্ট যোসেফে ভর্তির পরে নটর ডেমে চলে যায়। কিন্তু তাদের ভর্তির টাকা ফেরত দেয়া হয়নি। এ প্রক্রিয়ায় গতবছর অন্তত ৩৬ লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতিষ্ঠানটি। এ বছরও শতাধিক শিক্ষার্থী চলে যেতে পারে বলে খোদ অধ্যক্ষই স্বীকার করেছেন।

তিনি বলেন, শতাধিক শিক্ষার্থী চলে যেতে পারে। তাই আগেভাগে ভর্তি করতে হচ্ছে। কিন্তু এ প্রক্রিয়ায় অর্থ হাতিয়ে নেয়া নৈতিক কিনা- এ প্রশ্নে তিনি চুপ থাকেন।

Advertisement

এমএইচএম/এএইচ/এমএস