প্রবাস

ইতালিতে প্রবাসী সাংবাদিকদের ইফতার

কমিউনিটির সর্বস্তরের নেতাদের অংশগ্রহণে রোমে অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের সার্বিক সহযোগিতায় প্রতি বছরের মতো এবারও ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ইতালি বাংলা প্রেস ক্লাব।

Advertisement

দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর সিকদার মো. আশরাফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ইতালি বাংলা প্রেস ক্লাবের সভাপতি খান রিপন, সাধারণ সম্পাদক রিয়াজ হোসেন। অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জমির হোসেন আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জানান।

এ সময় কমিউনিটির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি নুরে আলম সিদ্দিকী বাচ্চু, বাংলাদেশ সমিতির সভাপতি হাসানুজ্জামান, ইতালি আওয়ামী লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর ফরাজী, ইতালি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু, সাংগঠনিক সম্পাদক সর্দার লুৎফর রহমান, ইতালি বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিনুর রহমান সালাম।

এ ছাড়া জামান মোক্তার, বৃহত্তর ঢাকা সমিতির উপদেষ্টা আব্দুর রশিদ, জাসদ (আম্বিয়ার) আন্তর্জাতিক সম্পাদক অ্যাডভোকেট আনিসুজ্জামান, ইতালি যুব লীগের সহ-সভাপতি মেহেদী হাসান, দফতর সম্পাদক সোহেল বকসী, ইতালি যুবদলের সভাপতি মাহামুদুল হাসান, বাংলাদেশ বাংকার সমিতির সভাপতি শাখাওয়াত হোসেন, বৃহত্তর চট্টগ্রাম সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল হক রিকন, রোম মহানগর।

Advertisement

আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি স্বপন হাওলাদার, মহিলা সমাজ কল্যাণ সমিতির সভাপতি লায়লা শাহ, সাধারণ সম্পাদক সৈয়দা শামীমাজ্জামান রুনা, যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতির সভাপতি মাফিজুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, টাঙ্গাইল জেলা সমিতির সহ-সভাপতি এম কে রহমান লিটন, একতা ব্যবসায়ী সমিতির সভাপতি এম, এমারত হোসেন, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, বৃহত্তর নোয়াখালী বাংকার সমিতির সাধারণ সম্পাদক সুমন মিয়া।

সেন্তসেল্লে ঐক্য পরিষদের সভাপতি আশরাফুল হক, লাভান্দারিয়া সমিতির সভাপতি শাহ শাখাওয়াত, ইতালি আওয়ামী লীগ, ইতালি বিএনপি, যুবলীগ, রোম মহানগর আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন ইতালি বাংলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক শিমুল রহমান, প্রচার সম্পাদক তারেক হাসান, সাংস্কৃতিক সম্পাদক মনিকা ইসলাম, মহিলা সম্পাদকি ফাহিমা হোসেন হেনা, সদস্য আরিফুল হক, অ্যাডভোকেট আনিসুজ্জামান, ও সাংবাদিক শাহীন খলিল কাওসারসহ আরও অনেকে।

মুসলিম উম্মার শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন মসজিদ এ রোম এর খতিব মাওলানা মিজানুর রহমান। ইফতার পরবর্তী সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি বলেন এমন সুন্দর আয়োজন মনে হয় বাংলাদেশে ইফতার করছি। এ রকম আয়োজন ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করে। এজন্য ইতালি বাংলা প্রেস ক্লাবকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

Advertisement

এমআরএম/এমএস