খেলোয়াড়ি জীবনে থাকতেই মাঠের বাইরের ঘটনার কারণে নিয়মিত আলোচনায় থাকতেন আর্জেন্টিনা ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় ডিয়েগো ম্যারাডোনা। খেলা ছাড়ার পরও ব্যক্তিগত জীবনে বারবার বিতর্কে জড়িয়েছেন তিনি।
Advertisement
সবশেষ কীর্তি ঘটলো গ্রেফতারের মাধ্যমে। আর্জেন্টাইন সংবাদমাধ্যমগুলোর খবর, ম্যারাডোনার সাবেক বান্ধবী রসিও অলিভার করা মামলার কারণে বুয়েনস আয়ারস বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে ম্যারাডোনাকে।
গত ডিসেম্বরে ছাড়াছাড়ি হওয়ার আগে ছয় বছরের সম্পর্ক ছিল ম্যারাডোনা-অলিভার মধ্যে। বিচ্ছেদের পর অর্থনৈতিক ক্ষতিপূরণ হিসেবে ৯ মিলিয়ন ডলার বা ৭৬ কোটি টাকার মামলা ঠুকে দিয়েছে অলিভা।
সে মামলার জেরেই মেক্সিকো থেকে ফেরার পথে গ্রেফতার করা হয় ম্যারাডোনাকে। স্যান মিগুয়েলের পারিবারিক আদালতে ম্যারাডোনার বিপক্ষে এ মামলা লড়বেন অলিভা।
Advertisement
তবে গ্রেফতারের পর তাকে আটকে রাখেনি পুলিশ। কর্তৃপক্ষ তাকে গ্রেফতারের পর আলাদাভাবে ডেকে নিয়ে আনুষ্ঠানিক নোটিশ দিয়েছে অলিভার মামলার ব্যাপারে এবং আগামী ১৩ জুন পরবর্তী শুনানির দিনক্ষণ ঠিক করেছে।
এসএএস/পিআর