বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী সাজ্জাত হোসেন ডালিমকে কুপিয়ে আহত করার ঘটনায় মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী প্রাঞ্জল রায়কে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
Advertisement
বৃহস্পতিবার দুপুরে প্রাঞ্জল রায়কে সাময়িক বহিষ্কার করা হয়। এছাড়া শিক্ষার্থী সাজ্জাত হোসেন ডালিমের ওপর হামলার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সুব্রত কুমার দাস বলেন, শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় প্রাঞ্জল রায়কে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পাশিপাশি হামলার ঘটনা তদন্তে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. আরিফ হোসেনের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে বঙ্গবন্ধু হলে টাকা ধার নেয়াকে কেন্দ্র করে ডালিমের সঙ্গে প্রাঞ্জল রায়, আবির ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তাসহাদুল ইসলাম রনির বিরোধ দেখা দেয়। একপর্যায়ে প্রাঞ্জল রায় পানির বোতল ভেঙে সাজ্জাত হোসেন ডালিমের পেটে ঢুকিয়ে দেয়। পরে সহপাঠীরা ডালিমকে উদ্ধার করে বরিশাল মেডিকেলে পাঠায় এবং প্রাঞ্জল ও রনিকে আটক করে পুলিশে সোপর্দ করে।
Advertisement
বরিশাল মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র এবং গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার নাসির উদ্দিন মল্লিক বলেন, হামলার ঘটনায় আহতের স্বজন মাহমুদুর রহমান বাদী হয়ে মেট্রোপলিটন বন্দর থানায় একটি মামলা করেন। পরে প্রাঞ্জল ও রনিকে ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদের কারাগারে পাঠান।
সাইফ আমীন/এএম/পিআর