আন্তর্জাতিক

এই ফকিরের ঝোলা ভর্তি করে দিয়েছেন দেশবাসী : মোদি

বিপুল ব্যবধানে নির্বাচনে জয়ী হওয়ার পর বিজেপির প্রধান কার্যালয়ের সামনে দলীয় কর্মীদের উদ্দেশে ভাষণ দিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার সন্ধ্যার পর শুরু হওয়া এই অনুষ্ঠানে আবারও বিজেপির ওপর আস্থা রাখায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

Advertisement

এসময় মোদি বলেন, এই ফকিরের ঝোলা ভর্তি করে দিয়েছেন দেশবাসী। আমি আপনাদের সবার প্রতি কৃতজ্ঞ।

মোদির ভাষণের চুম্বক অংশ :

• ভারতীয় জনতা পার্টির এই কর্মকর্তাদের কোটি কোটি ধন্যবাদ প্রাপ্য

Advertisement

• কোটি কোটি কর্মকর্তার মনে শুধু একটাই ভাবনা, ‘ভারত মাতা কি জয়’

• ভারতীয় জনতা পার্টির কোটি কোটি কর্মকর্তাদের পরিশ্রম, গর্ব হয় যে এমন দলে আছি, যেখানে এই রকম কর্মী রয়েছেন

• তাদের আমি আশ্বস্ত করি, সবার সঙ্গে কাঁধ মিলিয়ে আমরা কাজ করব

• ভারতের সংবিধানের প্রতি সমর্পিত ও ঐক্যের প্রতি সমর্পিত লোকজনের এই জয়

Advertisement

• যে সব বিধানসভায় প্রতিনিধিরা জয়ী হয়ে এসেছেন, তাদেরও সবাইকে আমি অভিনন্দন জানাই

• দেশের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সমস্ত বিজয়ী প্রার্থী কাজ করবেন

• আমি বিজেপির সব কর্মকর্তাদের, এনডিএর কর্মীদের ধন্যবাদ জানাই

• সেই কারণেই কেউ যদি জয়ী হয়ে থাকে, তাহলে জয়ী হয়েছে ভারতবর্ষ, জয়ী হয়েছে দেশবাসী

• কিন্তু আজ আমার ভাবনা স্পষ্ট করে দিয়ছে জনতা

• যাদের চোখ-কান বন্ধ ছিল, তাদের ভাষা বোঝা আমার পক্ষে কঠিন ছিল

• এই ভোট কোনো প্রার্থী, কোনো নেতা লড়ছে না, দেশের আমজনতা লড়ছে

• দেশের সামান্য নাগরিকের ভাবনাও ভারতের উজ্জ্বল ভবিষ্যতের কারণ হয়ে দাঁড়িয়েছে

• আমি সব সময় হস্তিনাপুরের পক্ষে দাঁড়িয়ে ছিলাম

• নির্বাচন কমিশন, সুরক্ষা বাহিনী এবং যারা ভোটের সঙ্গে যুক্ত, তাদের সবাইকে ধন্যবাদ

• গণতন্ত্রের ইতিহাসে গণতন্ত্রের জন্য মৃত্যু বরণ করা, আগামী প্রজন্মকে প্রেরণা দেবে

• গণতন্ত্রের এই উৎসবে, গণতন্ত্রের জন্য যে সব মানুষ প্রাণ দিয়েছেন, যে সব মানুষ আহত হয়েছেন, তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি

• গণতন্ত্রের প্রতি ভারতবাসীর দায়দায়িত্ব সারা বিশ্বকে স্বীকার করতে হবে

• এই দেশবাসীকে আমি প্রণাম করি

ভারতের ৫৪২ আসনের লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ৩৪২ আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট পেয়েছে ৯১ আসন। বিজেপি একাই ৩০০'র বেশি আসনে জয় পেতে যাচ্ছে।

এর আগে ২০১৪ সালে বিজেপি ২৮২ আসনে জয় পেয়েছিল, জোটসঙ্গীদের নিয়ে দলটির আসন দাঁড়িয়েছিল ৩৩৬। গত তিন দশকের মধ্যে প্রথমবারের মতো বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল হিসেবে সরকার গঠন করছে।

এসআইএস/পিআর