দেশজুড়ে

পাবনায় অসহায় কৃষকদের ধান কেটে দিল ছাত্রলীগ

ধান কাটা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন পাবনা সদর উপজেলার পাটকিয়াবাড়ি গ্রামের সুখ চাঁদ মিয়া। চোখের সামনে ক্ষেতের পাকা সোনালি ধান বিনষ্ট হয়ে যাচ্ছিল। দিনে ৬০০ টাকা দিয়েও ধান কাটার শ্রমিক পাচ্ছিলেন না। ওই গ্রামের ফুরকান ও চাঁদ আলীরও একই সমস্যা। তবে ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মী বৃহস্পতিবার এসব কৃষকের ৭টি প্লটের পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছেন। তারা সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কাজ করেন।

Advertisement

পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি শিবলী সাদিক জানান, কৃষকদের ধান কাটতে সহযোগিতা করার জন্য নির্দেশ দিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। তারপর থেকেই পাবনার ছাত্রলীগ নেতাকর্মীরা আন্তরিকতার সঙ্গে এগিয়ে এসেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার তিনটি টিমে ৬০ জনকে নিয়ে তারা আনন্দের সঙ্গে সদর উপজেলার পাটকিয়াবাড়ি গ্রামে বিভিন্ন কৃষকের ধান কেটে দেন। শুক্রবার (২৪ মে) এ সংখ্যা আরও বাড়বে। এদিন পৌর ছাত্রলীগ ও সদর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা ধান কাটায় অংশ নেবেন। ধান বিপণন কাজেও তারা সহযোগিতা করবেন।

এদিকে ধান কাটা নিয়ে দুশ্চিন্তায় থাকা কৃষক সুখ চাঁদ তার ধানক্ষেতে কাস্তে নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা হাজির হলে অবাক হয়ে যান। তিনি বলেন, ‘ধান কাটা লিয়ে মহাবিপদে ছিলেম। ছাত্তররা আসে আমাক মুহা বিপদ থিকে বাঁচালে। আমি এ্যাহন সুখী। শেখের বিটির (প্রধানমন্ত্রী) জন্য দুয়া করি।’

Advertisement

একই রকম অভিব্যক্তি প্রকাশ করেন চাঁদ আলী আর ফুরকান। ফুরকান আলী বললেন, ‘ট্যাহা দিলিও লেবার মিলতিচে না। আজ (বৃহস্পতিবার) আমি সাড়ে ছয়শ ট্যাহা দিয়ি মাত্তর এটা লেবার পাইছিলাম।’

জেলা কৃষকলীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব জানান, কৃষকের দুর্দিনে সব সময় আওয়ামী লীগ সরকার পাশে থাকে। আর কৃষকবান্ধব হিসেবে পাবনার ছাত্রলীগ নেতাকর্মীরা কৃষকের দুর্দিনে পাশে দাঁড়িয়েছে। এতে ছাত্রলীগ নেতাকর্মীদের প্রতি জনতার শ্রদ্ধাবোধ আরও বাড়বে।

বাংলাদেশ ফার্মারস অ্যাসোসিয়েশনের (বিএফএ) কেন্দ্রীয় সভাপতি ও পাবনার শীর্ষস্থানীয় কৃষক আলহাজ্ব শাহজাহান আলী বাদশা বলেন, এটা প্রশংসনীয় কাজ। তবে এটা তাৎক্ষণিক একটা সমাধান। সুদুরপ্রসারী ফলাফলের জন্য কৃষকের আর্থিক প্রণোদনা ও বিপণন সুবিধা বাড়াতে হবে।

একে জামান/আরএআর/এমকেএইচ

Advertisement