অবশেষে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ধজনগর সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করতে চাওয়া ১০ রোহিঙ্গা নাগরিকদের ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার দুপুরে পতাকা বৈঠকের পর তাদেরকে ফিরিয়ে নেয়া হয় বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইকবাল হোসেন।
Advertisement
স্থানীয় সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার ভোররাতে বিএসএফ সদস্যরা সীমান্তের কাঁটাতারের ফটক দিয়ে দুইজন পুরুষ, দুইজন নারী ও চারজন শিশুকে জোরপূর্বক বাংলাদেশে পুশইন করার চেষ্টা করে। তারা সবাই রোহিঙ্গা নাগরিক বলে জানা গেছে। তবে বিজিবি সদস্যরা তৎপর থাকায় তারা বাংলাদেশে ঢুকতে না পেরে দুই দেশের সীমান্তের শূন্যরেখায় অবস্থান নেয়। পরে বিষয়টি নিয়ে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইকবাল হোসেন জানান, কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের পর সীমান্তের শূন্যরেখায় অবস্থান নেয়া রোহিঙ্গা নাগরিকদের ভারতে ফিরিয়ে নেয় বিএসএফ।
আজিজুল সঞ্চয়/আরএআর/এমকেএইচ
Advertisement