দেশজুড়ে

টেকনাফে ৩৫ লাখ টাকার ইয়াবা ও রোহিঙ্গাসহ আটক ৪

টেকনাফে সাড়ে ১১ হাজার পিস ইয়াবা ও রোহিঙ্গাসহ চার জনকে আটক করেছে পুলিশ ও বিজিবি। রোববার বিভিন্ন সময়ে এসব অভিযান চালানো হয়। টেকনাফ থানা পুলিশের পরিদর্শক আতাউর রহমান খোন্দকার জাগো নিউজকে জানিয়েছেন, টেকনাফের লেদা থেকে ৩০ লাখ টাকার ১০ হাজার ইয়াবাসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। রোববার ভোরে লেদা রোহিঙ্গা ক্যাম্পের পুলিশ ইয়াবাসহ ওই তিন জনকে আটক করে।আটক রোহিঙ্গারা হলেন, নুরুল আলমের ছেলে আবদুর রহমান (৩৭), আবুল হোসেনের ছেলে মোহাম্মদ ইসমাইল (৩০) ও আবু ছিদ্দিক (২৮)।ওসি আরো জানান, লেদা রোহিঙ্গা ক্যাম্পের পুলিশ তিন রোহিঙ্গার ব্যাগ তল্লাশি চালিয়ে ১০ হাজার ইয়াবা উদ্ধার করে তাদের আটক করা হয়। ইয়াবাসহ আটক তিন রোহিঙ্গার বিরুদ্ধে টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হচ্ছে। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা বলে উল্লেখ করেন তিনি। অপরদিকে, ৪২ বর্ডার র্গাড ব্যাটলিয়ান উপ-পরিচালক ক্যাপ্টেন মো.আজহারুল আলম জাগো নিউজকে জানান, একইদিন লেদা বিওপি চৌকির নায়েক সুবেদার আতাউর রহমানের নেতৃত্বে জওয়ানরা লেদা ক্যাম্প এলাকার সামনে পাকা সড়কের উপর অভিযান চালিয়ে ১ হাজার ৪৯৫ পিস ইয়াবাসহ হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম সাতঘরিয়া পাড়া এলাকার আলী মিয়ার ছেলে মো. ইসলামকে (৩০) আটক করে। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৪ লাখ ৪৮ হাজার ৫শ টাকা। উদ্ধার ইয়াবাসহ আটক ব্যাক্তিকে থানায় হস্তান্তর করে মাদক আইনে মামলা করা হয় বলে জানিয়েছেন।সায়ীদ আলমগীর/এমজেড/আরআইপি

Advertisement