রাজনীতি

বিক্ষোভ ডেকে রাজধানীতে নেই বিএনপি!

গ্রাহক পর্যায়ে গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয়া হলেও রাজধানীতে এর সমর্থনে কোন কর্মসূচি পালন করেনি বিএনপি। রোববার দুপুরে এই প্রতিবেদন লেখা পর্যন্ত পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা সিটির কোথাও দলটির বিক্ষোভের সমর্থনে কর্মসূচি পালনের সংবাদ শোনা যায়নি। তবে বিক্ষোভের সমর্থনে রাজধানীর কয়েকটি অংশে মিছিল বের করার চেষ্টা অব্যাহত রেখেছেন বলে বিএনপির কয়েকজন নেতা এই প্রতিবেদককে জানিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে ছাত্রদলের এক নেতা জাগো নিউজকে জানান, সকাল থেকেই বিক্ষোভের সমর্থনে মিছিল করার চেষ্টা করছেন তারা। বিকেল নাগাদ একটি মিছিল তারা করতে পারবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। এদিকে ঢাকা মহানগর পর্যায়ের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে এই প্রতিবেদককে জানান, বিএনপি চেয়ারপারসন গুলশান থেকে বের হলে অনেকেই রাজপথে চলে আসেন। এক্ষেত্রে (ম্যাডাম) খালেদা জিয়াকে নিজেদের চেহারা দেখানোই মূল উদ্দেশ্যে থাকে তাদের। তিনি অভিযোগ করেন, কর্মসূচি ঘোষণা দিলে সে সকল সুবিধাবাদীরা রাজপথে না নেমেই আইন-শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানের কারণে রাস্তায় নামা সম্ভব হচ্ছে না বলে বিএনপি চেয়াপারসনকে অবহিত করেন। বিএনপির এই নেতা মনে করেন, যাদেরকে দিয়ে বিএনপি পরিচালনা করা হচ্ছে এদের বেশিরভাগ নেতা সুবিধাভোগী। এসব সুবিধাভোগী নেতাদেরকে দল থেকে বাদ দিয়ে যোগ্য ও রাজপথে পরীক্ষিতদেরকে সামনে নিয়ে আসতে না পারলে কর্মসূচি ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তা অার সফলতার মুখ দেখবে না। এমএম/এসএইচএস/আরআইপি

Advertisement