প্রবাস

আমিরাতে বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের ইফতার

সংযুক্ত আরব আমিরাতের দুবাইস্থ আল আবির ফুড অ্যান্ড ভেজিট্যাবল মার্কেটে আবির বাংলাদেশ বিজনেস ম্যান অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

মঙ্গলবার (২১ মে) স্থানীয় বিএনবি রেস্টুরেন্ট হল রুমে ব্যবসায়ী মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে ও ব্যবসায়ী মোহাম্মদ ইলিয়াসের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিটির নেতা অধ্যাপক এম এ ছবুর।

বিশেষ অতিথির বক্তব্য দেন, ব্যবসায়ী হারুন রশিদ, মোহাম্মদ ওসমান, মোহাম্মদ এয়াকুব সৈনিক, মোহাম্মদ ইফতেখার আলম (এসকান্দর), সৈয়দ গোলাম এরশাদ মঞ্জু, নুরুল আবছার, আবুল হাসেম, মোহাম্মদ খাইরুল ইসলাম, হাজি শফিকুল ইসলাম, কাজী মোহাম্মদ ওমর গনি, মোহাম্মদ তারেক চৌধুরী, মোহাম্মদ সেকান্দর।

মোনাজাত পরিচালনা করেন মুফতি শাখাওয়াত হোসেন। শেষে প্রধান অতিথি মোহাম্মদ ওসমানকে আহ্বায়ক হারুন রশীদ ও মোহাম্মদ নজরুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক, মোহাম্মদ এয়াকুব সৈনিক ও মোহাম্মদ ইফতেখার আলম এস্কান্দরকে সদস্য সচিব করা হয়।

Advertisement

এ ছাড়া মোহাম্মদ ইলিয়াছ, মোহাম্মদ ইকবাল, সৈয়দ গোলাম এরশাদ মঞ্জু, কাজী ওমর গনি, মোহাম্মদ হানিফ শিকদার, নুরুল আবছার, বাবুল আহাম্মেদ, মুজিবুর রহমান, মোহাম্মদ খোরশেদ জামান, বিপ্লব, আনিছুর রহমান, খায়ের আহাম্মেদ, মোহাম্মদ ছিদ্দিকুর রহমান, মোহাম্মদ মান্নান, মোহাম্মদ হাসেম, মোহাম্মদ মোরশেদ, নূর বাঙালি, রশিদ আহমেদ, মোহাম্মদ শফি, হাজি মোহাম্মদ শফি, মোহাম্মদ মোস্তাক, মতিন চৌধুরী, মোহাম্মদ সাইফুল, জসিম উদ্দিন পলাশ, মোহাম্মদ রউফ, মোহাম্মদ শাজাহান, বদরুল ইসলাম, মোহাম্মদ তারেক, সৈয়দ কামরুল আজাদ ও মোহাম্মদ শফিকে ৩৫ সদস্য করে আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করা হয়।

এ কমিটি আগামী দুই মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি করার প্রতিশ্রুতি দেন।

এমআরএম/আরআইপি

Advertisement