শিক্ষা

ওমানে বাংলাদেশি শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্য

ওমান প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা এডএক্সেল পরীক্ষায় অভাবনীয় সাফল্য দেখিয়েছে। শিক্ষার্থীদের সবাই ওমানের বাংলাদেশ স্কুল মাসকট থেকে এ পরীক্ষায় অংশ নেয়।আন্তর্জাতিক জিসিএসই, জিসিই ও এ লেভেল পরীক্ষায় শিক্ষার্থীরা এ সাফল্য অর্জন করেছে। এর মধ্যে জিসিএসই, ও লেভেল পরীক্ষায় ৬১ জন এ প্লাস ও ৯৭ জন এ গ্রেড পেয়েছে। স্কুলটি থেকে ও লেভেল পরীক্ষায় গড় পাসের হার ৯৯ শতাংশ। এদের মধ্যে ৭৫ শতাংশ শিক্ষার্থীই এ প্লাস থেকে সি গ্রেড পেয়েছে।বাংলাদেশ স্কুল মাসকট থেকে ও লেভেল পরীক্ষায় সবচেয়ে অভাবনীয় কৃতিত্ব দেখিয়েছে শাহ মো. তালহা তানভির রহমান। তানভির পাঁচ বিষয়ে এ প্লাস পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন। এছাড়া পাঁচটিতে এ প্লাস ও একটিতে বি গ্রেড নিয়ে দ্বিতীয় হয়েছেন আমনা তারিক। একইসঙ্গে চারটিতে এ প্লাস এবং দুটিতে এ গ্রেড নিয়ে যৌথভাবে তৃতীয় হয়েছেন শারমিন আকতার এবং মিম।  তালহা তানভির বলেন, ফলাফলে আমি সন্তুষ্ট। আমি কঠোর পরিশ্রম করেছি। এটা আমার ব্যক্তিগত অর্জন নয়। কৃতিত্বপূর্ণ সাফল্যের জন্য বাংলাদেশি এই শিক্ষার্থী তার শিক্ষক ও পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইভাবে অন্য শিক্ষার্থীরাও তাদের সাফল্যের জন্য স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।প্রথম স্থান অর্জনকারী তালহার পিতা শাহ মো. মিজানুর রহমান ওই স্কুলের একজন শিক্ষক। ছেলের কৃতিত্বপূর্ণ সাফল্যের জন্য তিনি সহকর্মী এবং স্কুল প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।এছাড়া জিসিই, এ লেভেল ও এএস লেভেল পরীক্ষায় একজন এ প্লাস এবং ৬৫ জন শিক্ষার্থী এ গ্রেড পেয়েছে। আনাস জামান, গাবার নাজাত গাবার আব্দুল হাকিম, উসামা রোজান এবং খালফান নাসির হেমেদ এএস লেভেল পরীক্ষায় তিনটিতে করে এ গ্রেড পেয়েছে। একইসঙ্গে ফাবিহা আক্তার ভুঁইয়া ও নাইমা জাহান এ লেভেল পরীক্ষায় দুটিতে এ গ্রেড পেয়েছে।কৃতিত্বপূর্ণ সাফল্যে বাংলাদেশ স্কুল মাসকটের অধ্যক্ষ লে. কর্নেল মাহমুদ উল আলম শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের প্রশংসা করেন। তিনি বলেন, আমরা সকলে সর্বোচ্চ ফলাফলের জন্য কঠোর পরিশ্রম করেছি। এ জন্য তিনি শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।এসআইএস/আরআইপি

Advertisement