খেলাধুলা

কেভিতোভা-আজারেঙ্কার জয় : বুসার্ডের বিদায়

ইনজুরির কারণে ইউএস ওপেন থেকে বিদায় নিয়েছেন কানাডিয়ান সুন্দরী ইউজেন বুসার্ড। তবে নিজেদের ম্যাচে জয় পেয়েছেন পেত্রা কেভিতোভা, ভিক্টোরিয়া আজারেঙ্কা ও সামান্থা স্টুসার। মেয়েদের বিভাগে ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন কানাডিয়ান পোস্টার গার্ল ইউজেন বুসার্ড। শুক্রবার মেয়েদের লকার রুমে পরে গিয়ে মাথায় আঘাত পান এই সুন্দরী। তার বিদায়ে ইতালিয়ান রবার্তো ভিঞ্চি পরের রাউন্ডে উঠে গেলেন।এদিকে পাঁচ নাম্বার বাছাই পেত্রা কেভিতোভা সহজেই হারিয়েছেন স্লোভাকিয়ার স্মেইডলোভা ক্যারোলিনা আন্নাকে। ৬-২ ও ৬-১ গেমে উড়িয়ে দিয়ে চতুর্থ রাউন্ডের টিকেট কাটেন এই চেক তারকা।বাঁ ঊরুর ইনজুরি নিয়েও অ্যাঞ্জেলিক কারবারকে হারিয়েছেন এই টুর্নামেন্টে দুই বারের রানার্সআপ ভিক্টোরিয়া আজারেঙ্কা। ৭-৫, ২-৬ ও ৬-৪ গেমে হারিয়ে চতুর্থ রাউন্ডে ওঠেন এই বেলারুশ তারকা। অপর ম্যাচে অস্ট্রেলিয়ান সামান্থা স্টুসার ৭-৫, ২-৬ ও ৬-১ গেমে হারিয়েছেন ইতালিয়ান সারা ইরানীকে। আরটি/এমআর/এমএস

Advertisement