দেশজুড়ে

চাঁদার দাবিতে প্রাথমিক বিদ্যালয়ে ভাঙচুর

মাগুরার শ্রীপুর উপজেলার টুপিপাড়া গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণে চাঁদা না দেওয়ায় স্কুল ভবন, চেয়ার, বেঞ্চ ও দরজা জানালা ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ঠিকাদার নাসির শিকদার শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

Advertisement

লিখিত অভিযোগে নাসির শিকদার অভিযোগ করেন- টুপিপাড়া গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে নির্মাণ কাজে বিভিন্ন সময় ওই গ্রামের মাসুদ, আজাদ, রিপন ও সেজান চাঁদা দাবি করে আসছে। ইতোপূর্বে বাধ্য হয়ে তাদেরকে কিছু টাকা চাঁদাও দেওয়া হয়েছে। গত বুধবার সকালে তারা মোবাইলে আরও ২০ হাজার টাকা চাঁদা দাবি করে।

অভিযোগে আরও বলা হয়, ঠিকাদার নাসির চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে মাসুদ তার লোকজন দিয়ে নব নির্মিত স্কুল ভবনের দেয়াল, সিঁড়ি, মেঝে, স্কুলের চেয়ার, বেঞ্চ ও দরজায় ভাঙচুর করে। এতে প্রায় ১ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ঠিকাদার নাসির শিকদার একটি লিখিত অভিযোগ দায়ের করছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

মো. আরাফাত হোসেন/আরএস/জেআইএম