আইন-আদালত

জামিন পেলেন সাকার ছেলে হুম্মাম

মানবাতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ছোট ছেলে হুম্মাম কাদের চৌধুরীকে একটি হত্যাচেষ্টা মামলায় জামিন দিয়েছেন আদালত। রোববার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর হাকিম মো. কায়সারুল ইসলাম তার জামিন মঞ্জুর করেন।হুম্মাম কাদেরের আইনজীবী ফায়েকুজ্জামান ফিরোজ জানান, মামলার বাদী সাবেক আইজিপি আশরাফুল হুদার ছেলে শামসুল হুদার সঙ্গে একটি আপস হয়েছে। আর ওই আপসের ভিত্তিতেই আদালত জামিন মঞ্জুর করেছেন।তিনি আরো বলেন, আমার মক্কেল নির্দোষ। তিনি কোনো মারামারিতে কোনো অংশগ্রহণ করেন নি। প্রায় সাত বছর আগে গুলশান থানায় দায়ের করা ওই মামলায় শনিবার ধানমন্ডি থানা-পুলিশ হুম্মামকে গ্রেফতার করে আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠান।মামলার নথিপত্র অনুযায়ী, ২০০৮ সালের ১০ সেপ্টেম্বর হাইকোর্ট থেকে আগাম জামিন নেন হুম্মাম কাদের চৌধুরী। আদালত তাকে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন। কিন্তু আত্মসমর্পণ না করায় ওই বছরের ১২ অক্টোবর আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।মামলার বিবরণীতে আরো বলা হয়, ২০০৮ সালের ২৫ জুলাই গুলশান ২ এর ৭৪ নম্বর রোডে ইন্টারন্যাশনাল হোটেলের সামনে আসামি বাদীকে মারধর করেন ও হত্যাচেষ্টা চালান।সালাউদ্দিন কাদের চৌধুরীর তিন সন্তানের মধ্যে ছোট ছেলে হুম্মাম কাদের চৌধুরী পারিবারিক ব্যবসা দেখাশোনা করেন।এসএইচএস/এমএস

Advertisement