দেশজুড়ে

লক্ষ্মীপুরে ১০ লাখ চিংড়ি রেণু জব্দ

লক্ষ্মীপুরের রামগতিতে পিকআপ ভ্যান ভর্তি ৩০ ড্রাম চিংড়ি রেণু জব্দ করা হয়েছে। এতে প্রায় ১০ লাখ চিংড়ি রেণু ছিল। এর বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা।

Advertisement

অভিযানের সময় সংশ্লিষ্টরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি উপজেলা প্রশাসন।

বুধবার ( ২২ মে) রাতে উপজেলার পোড়াগাছা ইউনিয়নের আজাদনগর বাজার এলাকা থেকে রেণুগুলো জব্দ করা হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রফিকুল হকের নির্দেশে রেণুগুলো মেঘনা নদীতে অবমুক্ত করা হয়। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন ও পোড়াগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন হাওলাদার উপস্থিত ছিলেন।

Advertisement

উপজেলা মৎস্য অফিস সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ইউএনও মোহাম্মদ রফিকুল হকের নেতৃত্বে ঘটনাস্থলে অভিযান চালিয়ে পিকআপ ভর্তি ৩০ ড্রাম চিংড়ি রেণু জব্দ করা হয়। এতে প্রায় ১০ লাখ রেণু ছিল। পরে রেণুগুলো নদীতে অবমুক্ত করা হয়েছে। পিকআপটি উপজেলা প্রশাসনের হেফাজতে রয়েছে।

রামগতি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, নদীতে চিংড়ি রেণু শিকার অবৈধ। এটি রোধে প্রশাসন সতর্ক রয়েছে। জব্দকৃত রেণুগুলো নদীতে অবমুক্ত করা হয়েছে। ভবিষ্যতেও আমাদের অভিযান অব্যাহত থাকবে।

কাজল কায়েস/এফএ/জেআইএম

Advertisement