খুলনায় ধর্মঘট স্থগিত করেছেন চিকিৎসরা। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ১৫ জুলাই পর্যন্ত ধর্মঘট স্থগিত করেন তারা। চিকিৎসকদের তিনটি সংগঠনের নেতারা নগরীর বিএমএ ভবনে এক সভায় এ সিদ্ধান্ত নেন।বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ডা: শেখ বাহারুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এর মধ্যে দোষীদের গ্রেফতার না করা হলে পরবর্তীতে নতুন কর্মসূচি দেওয়া হবে।এর আগে শনিবার ও রোববার বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের পর সোমবার ও মঙ্গলবার সকল সরকারি হাসপাতালের চিকিৎসকরাও ধর্মঘট পালন শুরু করেন। এছাড়া খুলনার চিকিৎসকদের ধর্মঘটের পাশাপাশি মঙ্গলবার বিভাগের ১০জেলায় সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত সকল সরকারি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক এবং প্যাথলজিক্যাল সেন্টারের চিকিৎসকরা কর্মবিরতি পালন করেন।খুলনা বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্র কর্তৃক নগরীর গাজী মেডিকেল কলেজ হাসপাতালে হামলা, ভাঙচুর ও চিকিৎসক তানভির ইসলাম বাপ্পাকে অপহরণের সাথে জড়িতদের গ্রেফতার ও কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবিতে এ ধর্মঘট পালন করেন চিকিৎসকরা।
Advertisement