জাতীয়

খুলনায় চিকিৎসকদের ধর্মঘট স্থগিত

খুলনায় ধর্মঘট স্থগিত করেছেন চিকিৎসরা। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ১৫ জুলাই পর্যন্ত ধর্মঘট স্থগিত করেন তারা। চিকিৎসকদের তিনটি সংগঠনের নেতারা নগরীর বিএমএ ভবনে এক সভায় এ সিদ্ধান্ত নেন।বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ডা: শেখ বাহারুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এর মধ্যে দোষীদের গ্রেফতার না করা হলে পরবর্তীতে নতুন কর্মসূচি দেওয়া হবে।এর আগে শনিবার ও রোববার বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের পর সোমবার ও মঙ্গলবার সকল সরকারি হাসপাতালের চিকিৎসকরাও ধর্মঘট পালন শুরু করেন। এছাড়া খুলনার চিকিৎসকদের ধর্মঘটের পাশাপাশি মঙ্গলবার বিভাগের ১০জেলায় সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত সকল সরকারি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক এবং প্যাথলজিক্যাল সেন্টারের চিকিৎসকরা কর্মবিরতি পালন করেন।খুলনা বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্র কর্তৃক নগরীর গাজী মেডিকেল কলেজ হাসপাতালে হামলা, ভাঙচুর ও চিকিৎসক তানভির ইসলাম বাপ্পাকে অপহরণের সাথে জড়িতদের গ্রেফতার ও কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবিতে এ ধর্মঘট পালন করেন চিকিৎসকরা।

Advertisement