বাংলাদেশ দাবা ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় বুধবার জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের দাবা ক্রীড়া কক্ষে শুরু হয়েছে আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা।
Advertisement
ওয়ালটন গরুপের নির্বাহী পরিচালক ও হেড অব গেমস অ্যান্ড স্পোর্টস এফ, এম, ইকবাল বিন আনোয়ার (ডন) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেছেন।
বাংলাদেশ দাবা ফেডারেশনের সহসভাপতি ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান কে. এম শহিদউল্যা’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলিগ্যান্ট ইটারন্যাশনাল চেস একাডেমির ব্যবস্থাপনা পরিচালক মহিলা ক্যান্ডিডেট মাস্টার মাহমুদা হক চৌধুরী মলি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম-সম্পাদক মনিরুজ্জামান পলাশ ও মাসুদুর রহমান মল্লিক দিপু এবং প্রতিযোগিতার প্রধান বিচারক মো. হারুন অর রশিদ।
Advertisement
প্রতিযোগিতার খেলা বৃহস্পতিবার দুপুর থেকে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়াকক্ষে শুরু হবে। অংশগ্রহণে আগ্রহী দাবাড়ুদের নির্ধারিত এন্ট্রি ফিসহ বেলা ১'টার মধ্যে নাম জমা দিতে বলা হয়েছে। প্রতিযোগিতার খেলা ৮ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। বিজয়ীদের নগদ অর্থ প্রদান করা হবে।
আরআই/এসএএস/এমএস