প্রবাস

কাতারে বাংলাদেশি মালিকানাধীন ‘বাবা সুলতান রেস্টুরেন্ট’ উদ্বোধন

কাতারে প্রবাসীদের সুলভমূল্যে দেশীয় রকমারি মানসম্পন্ন সুস্বাস্থ্যকর ও সুস্বাদু খাবার পরিবেশনের অঙ্গীকার এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান ‘বাবা সুলতান রেস্টুরেন্ট’।

Advertisement

স্থানীয় সময় গত মঙ্গলবার রাতে কাতারের রাজধানী দোহা বাংলাদেশি অধ্যুষিত এলাকা নাজমায় এ রেস্টুরেন্টটি উদ্বোধন করা হয়।

ফিতা কেটে উদ্বোধন করেন রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মিরাজুল ইসলাম আদর।

তিনি বলেন, প্রবাসীদের মাঝে সম্পূর্ণ কম দামে দেশীয় রকমারি খাবার পরিবেশন করা হবে নাজমায় বসবারত সব বাংলাদেশিদের মাঝে। কাতারে বাংলাদেশি উদ্যোক্তার অভাবে ভারতীয়দের চাইতে ব্যবসা বাণিজ্যে পিছিয়ে বাংলাদেশিরা, কাতারে বাংলাদেশিদের মালিকানাধীন রেস্টুরেন্টের ব্যবসা ছাড়া তেমন কোনো ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে উঠে নাই।

Advertisement

উদ্বোধন শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

জেএইচ/এমএস