শিক্ষক জন্য আলাদা একটা কমিশন করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকাল ১১টার দিকে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে এসে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।প্রধানমন্ত্রী বলেন, প্রতিনিয়ত আমাদের শিক্ষক নিয়োগ দিতে হয়। সে জন্য আলাদা একটা কমিশন করা উচিত। এটা করতে হবে। এ বিষয়ে আমরা অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি। বিষয়টিতে বেশ অগ্রগতিও হয়েছে।তিনি বলেন, প্রাথমিক শিক্ষাটাই হচ্ছে শিক্ষার মূল ভিত্তি। আপনাদের দায়িত্ব অনেক বেশি। আপনাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।
Advertisement