দেশজুড়ে

প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান কেনার নির্দেশ এমপির

‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় সরকারিভাবে বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

Advertisement

মঙ্গলবার দুপুরে উপজেলা খাদ্যগুদাম চত্বরে বোরো ধান ও চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করেন সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার।

এমপি শামীমা শাহরিয়ার বলেন, হাওরপাড়ের প্রকৃত কৃষকরাই যেন সরকারি গুদামে বোরো ধান বিক্রির সুযোগ পান। কৃষকরা যেন সরাসরি গুদাম ধান বিক্রি করতে পারেন সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। কৃষকরা যেন দালাল চক্র অথবা কোনো সিন্ডিকেটের খপ্পরে না পড়েন সেদিকটি কঠোর মনিটরিং করতে হবে। যাতে প্রকৃত কষকরা সরকারের এই সুবিধা পান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পালের সভাপতিত্বে সহকারী খাদ্য উপপরিদর্শক হেলাল আহমদের পরিচালনায় ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জামালগঞ্জ উপজেলা কমিশনার (ভূমি) আয়েশা আক্তার, থানা পুলিশের ওসি মোহাম্মদ সাইফুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবির প্রমুখ।

Advertisement

প্রসঙ্গত, চলতি বোরো মৌসুমে জামালগঞ্জের ১ হাজার ১০০ কৃষকের কাছ থেকে ২৬ টাকা দরে ৭১৫ মেট্রিক টন ধান ও ৩৬ টাকা দরে ৪১ জন মিল মালিকদের কাছ থেকে ২ হাজার ২০৫ মেট্রিক টন চাল কিনবে সরকার। ধান-চাল কেনা কার্যক্রম চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।

মোসাইদ রাহাত/এএম/পিআর