নব্বই দশকে ঢাকাই চলচ্চিত্রের ধুমকেতু সালমান শাহ। হুট করে আবির্ভূত হয়ে দর্শকদের মন জয় করে হুট করেই হারিয়ে গিয়েছেন। মাত্র চার বছরে প্রায় ২৬টি জনপ্রিয় ছবি উপহার দিয়ে দর্শকদের হৃদয়রাজ্য জয় করে নেন তিনি। জনপ্রিয়তার আকাশে ভাসতে ভাসতেই রহস্যময় এক মৃত্যুর মধ্য দিয়ে সমাপ্তি হলো সালমান রুপকথার। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিরবিদায় নেন তিনি। তবে এখনও বিন্দুমাত্র ভাটা পড়েনি তার আকাশছোঁয়া জনপ্রিয়তায়। চরিত্র রূপায়ণে সাবলীলতা ও নৈপুণ্য এবং কেতাদুরস্ত মনোভাবের সমন্বয়ে সময়কে ছাপিয়ে যেতে পেরেছিলেন তিনি। তার চোখ, মুখ, চুলের ছাঁট আবহমান সুদর্শন পুরুষের সৌন্দর্যের প্রতীক।বাংলার চিরসবুজ এই নায়কের অবদানকে স্মরণীয় করে রাখতে ঈগল মিউজিক তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করছে সালমান শাহ অভিনীত প্রথম ছবি ‘কেয়ামত থেকে কেয়ামত’র সম্পুর্ণ মাস্টার প্রিন্ট। ঈগল মিউজিকের প্রধান কচি আহমেদ বলেন, ‘বাংলাদেশে একসময় নায়ক শব্দের সমার্থক ছিলেন সালমান শাহ। তাকে হারানোর শোক আজও ভুলতে পারেনি এই দেশ। তার প্রতি বিনম্র শ্রদ্ধা এবং লাখো কোটি ভক্ত হৃদয়ের জন্য ঈগল মিউজিক এর ছোট্ট এই প্রয়াস।’তিনি আরো জানালেন ‘কেয়ামত থেকে কেয়ামত’সহ সালমান শাহ অভিনীত ‘সুজন সখী’, ‘জীবন সংসার’, ‘আনন্দ অশ্রু’, ও ‘প্রেম যুদ্ধ’ ছবিগুলোর বাণিজ্যিক স্বত্ব ঈগল মিউজিকের অধীনে রয়েছে। ধারাবাহিকভাবে সেগুলোও ইউটিউবে প্রকাশ করা হবে।এলএ/এমএস
Advertisement