রাজনীতি

বিএনপির মিছিলে পুলিশের লাঠিচার্জ : আটক ৩

গ্যাস বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল দক্ষিণ জেলা বিএনপির বের করা বিক্ষোভ মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। এতে পাঁচজন আহত হয়েছেন। এসময় পুলিশ বিএনপির তিন কর্মীকে আটক করেছে। রোববার সকাল সাড়ে ১০টায় নগরীর জেলখানা মোড় এলাকায় এই ঘটনা ঘটে। লাঠিচার্জে আহতরা হলেন, কোতয়ালী ছাত্রদলের সাধারণ সম্পাদক আতাউর রহমান আউয়াল, কোতয়ালী যুবদলের সাধারন সম্পাদক শামস তার্বিজ এবং কোতয়ালী বিএনপির যুগ্ম সম্পাদক মো. মানিক, আক্তার হোসেন, মাহবুবুল আলম। আটক বিএনপির তিন কর্মী হলেন, খোন্তাখালী এলাকার আকতার হোসেন (৪৬), একই এলাকার শামস তার্বিজ (৪৫) এবং সমরাজী এলাকার মাহবুবুল আলম বাবু (৫৫) ।প্রতক্ষদর্শীরা জানান, দক্ষিণ জেলা বিএনপির ব্যানারে নগরীর নাজিরের মহল্লা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি সদর রোডের দিকে যেতে চাইলে জেলখানা মোড়ে তাদের আটকে দেয় পুলিশ। এসময় বাদানুবাদের এক পর্যায়ে পুলিশ লাঠিজার্ট করে মিছিল ছত্রভঙ্গ করে দেয়। এতে পাঁচজন আহত হন।পুলিশের ধাওয়ার মুখে মিছিলে অংশগ্রহণকারীদের কয়েকজন নাজির মহল্লার একটি পরিত্যক্ত বাসায় আশ্রয় নিলে পুলিশ সেখানে ঢুকে বিএনপির ৩ কর্মীকে আটক করে।কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন জাগো নিউজকে জানান, মিছিলের পূর্বানুমতি না থাকায় তাদের বাঁধা দেয়া হয়েছে। আটক ৩ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এদিকে, সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ এবং মিছিলে পুলিশের বাঁধা দেয়ার অভিযোগ করেছেন নেতৃবৃন্দ।সাইফ আমীন/এমজেড/এমএস

Advertisement