দেশজুড়ে

হিলিতে ট্রেনের ধাক্কায় আহত বিজিবি সদস্যের মৃত্যু

দিনাজপুরের হাকিমপুর হিলি সীমান্তের কর্তব্যরত অবস্থায় ট্রেনের ধাক্কায় আহত বিজিবি সদস্য মাকসুদুর রহমানের (২০) মৃত্যু হয়েছে। মাকসুদুর রহমানের বাড়ি চট্টগ্রামের মহেশখালীতে। তিনি বিজিবি-৩ জয়পুরহাট ব্যাটালিয়নের অধীন বিজিবি হিলি সিপি ক্যাম্পে কর্মরত ছিলেন।শনিবার রাত আটটায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আবস্থায় তিনি মারা যান। বিজিবি হিলি চেকপোস্ট ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার আব্দুল জব্বার বিষয়টির সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, শুক্রবার রাত ১১টার দিকে সীমান্তের ফকিরপাড়ার ২৮৫ মেইন পিলারের ২১নং সাবপিলারের কাছে রেল লাইন সংলগ্ন এলাকায় কর্মরত অবস্থায় জয়পুরহাট থেকে দিনাজপুরগামী একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কা গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তিনি মারা যান।এমদাদুল হক মিলন/এমজেড/এমএস

Advertisement