খেলাধুলা

স্মিথ-ওয়ার্নারকে ব্যক্তিগত আক্রমণ করো না : দর্শকদের মঈন

ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা হার মানায় অন্য যেকোনো কিছুকে। মাঠে দুই দলের খেলার বাইরেও গ্যালারিতে চলে দর্শকদের অন্যরকম লড়াই। প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের মানসিকভাবে দুর্বল করে দিতে গ্যালারি থেকে শোনা যায় দুয়োধ্বনি।

Advertisement

যার সবচেয়ে বড় ক্ষেত্র অ্যাশেজ। তবে এবার অ্যাশেজের আগে ওয়ানডে বিশ্বকাপ খেলতে ইংল্যান্ডে পৌঁছে গিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল, সেরে নিচ্ছে নিজেদের শেষমুহূর্তের প্রস্তুতি। তবে এর মধ্যেই বিচ্ছিন্ন কিছু ঘটনায় ইংলিশ সমর্থকদের কাছ থেকে দুয়ো শুনছেন অস্ট্রেলিয়ার দুই তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার এবং স্টিভ স্মিথ।

গতবছরের মার্চে বল টেম্পারিং কাণ্ড ঘটানোর পর প্রথমবারের মতো ইংল্যান্ডে গিয়েছেন স্মিথ-ওয়ার্নার। তাই তাদেরকে শুনতে হবে অনেক বেশি দুয়োধ্বনি, সহ্য করতে হবে দর্শকদের টিটকারি- এমনটা অনুমেয়ই ছিলো। তবে ইংল্যান্ড ক্রিকেট দলের অলরাউন্ডার মঈন আলি তার দেশের দর্শকদের আহ্বান জানিয়েছেন স্মিথ-ওয়ার্নারের প্রতি সহনশীল আচরণ করতে।

ডানহাতি এ অফস্পিনিং অলরাউন্ডারের চাওয়া, যাতে ইংল্যান্ডে সফরটা উপভোগ করতে পারেন স্মিথ ও ওয়ার্নার। স্থানীয় সংবাদমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে মঈন বলেন, ‘আমি আশা করবো তাদের খুব বেশি সমস্যা হবে না। আমি চাই তারা যাতে খেলাটা উপভোগ করতে পারে, পুরো সফরটা ভালোভাবে শেষ করতে হবে।’

Advertisement

তিনি আরও বলেন, ‘বিষয়গুলো মজার মধ্যে রাখাই ভালো। ব্যক্তিগত আক্রমণে গেলে বিষয়গুলো জটিল হয়। আমাদের সবারই ভুল হয়ে থাকে। আমরা মানুষ এবং আমাদের আবেগ রয়েছে। আমি জানি ভেতর থেকে ওরা দুজনই অসাধারণ মানুষ। আমি আশা করবো বিশ্বকাপে তাদের সঙ্গে ভালো আচরণ করা হবে। আমি শুধু চাই তারা যেনো ক্রিকেটেই নিজের মনোযোগ রাখতে পারে।’

এসএএস/জেআইএম