কয়েকদিন পরই ক্রিকেটের তীর্থভূমিখ্যাত ইংল্যান্ডে শুরু হতে যাচ্ছে ক্রিকেটের বিশ্ব আসর। স্বাগতিকদের পাশাপাশি অনেকেই ফেবারিটের তালিকায় রাখছেন সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে। বিশ্বকাপ খেলতে ইতিমধ্যেই ইংল্যান্ডে পাড়ি জমিয়েছে ভারতীয় দল।
Advertisement
তবুও শঙ্কা ছিলো ভারতের বিশ্বকাপ স্কোয়াডে হতে পারে পরিবর্তন। তাদের বিশ্বকাপ স্কোয়াডে রয়েছেন ব্যাটিং অলরাউন্ডার কেদার যাদভ। তাকে নিয়েই ছিলো যতো শঙ্কা।
গত ৫ই মে চেন্নাইয়ের হয়ে মোহালিতে পাঞ্জাবের বিপক্ষে ফিল্ডিংয়ে চার বাঁচাতে গিয়ে কাঁধের ইঞ্জুরিতে পড়েন যাদভ। এতেই চারিদিকে ডালপালা মেলে গুঞ্জন। ভারতের বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তনের আসতে পারে বলে ধারণা করেন অনেকে।
তবে ভারতীয় সমর্থকদের জন্য আশার খবর হলো সুস্থ হয়ে উঠেছেন কেদার যাদভ। এ কারণে ভারতের বিশ্বকাপ স্কোয়াডেও কোনো পরিবর্তন আসছে না। এ ব্যাপারে নিশ্চিত করেছেন ভারতীয় টিম ম্যানেজম্যান্ট ও ফিজিও। কাঁধে কোনো রকম ব্যথা ছাড়াই নেটে ব্যাটিং প্র্যাক্টিস করেছেন কেদার যাদভ।
Advertisement
আগামী ৩০ মে বিশ্বকাপের পর্দা উঠলেও নিজেদের প্রথম ম্যাচে ভারত মাঠে নামবে ৫ই জুন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি হবে সাউদাম্পটনে। এর আগে দুইটি প্রস্তুতি ম্যাচে ২৫ ও ২৮ মে নিউজিল্যান্ড ও বাংলাদেশের মুখোমুখি হবে তারা।
এমএইচবি/এসএএস/এমএস