দেশজুড়ে

ঈদের ৫ দিন আগে চালু হবে খুলনা রুটের স্পেশাল ট্রেন

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে খুলনা-ঢাকা রুটে একটি স্পেশাল ট্রেন চলাচল করবে। ঈদের ৫ দিন আগে চালু হয়ে ৭ দিন পর চলাচল বন্ধ হবে এ ট্রেনের। তবে ঈদের অগ্রিম টিকিটের অর্ধেক মোবাইল অ্যাপে পাওয়া গেলেও বিশেষ ট্রেনের সকল টিকিট কাউন্টার থেকেই পাবে যাত্রীরা।

Advertisement

রেলপথমন্ত্রী গত বুধবার রেল ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নূরুল ইসলাম সুজন বলেছিলেন, ঈদুল ফিতর উপলক্ষে আট জোড়া বিশেষ ট্রেন দেশের বিভিন্ন রুটে চলাচল করবে। খুলনা-ঢাকা রুটে খুলনা ঈদ স্পেশাল নামে চলাচল করবে একটি ট্রেন। ঈদের পাঁচ দিন আগে থেকে ঈদের সাত দিন পর পর্যন্ত এই ট্রেন চলবে।

ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে ২২ মে থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে এবং তা চলবে ২৬ মে পর্যন্ত। আর ফিরতি টিকিট পাওয়া যাবে ২৯ মে থেকে ২ জুন পর্যন্ত। সে হিসেবে খুলনা রেল স্টেশনের কাউন্টার থেকে ৩১ মে যাত্রার টিকিট পাওয়া যাবে ২২ মে। একই সঙ্গে ১, ২, ৩ ও ৪ জুনের টিকিট বিক্রি করা হবে যথাক্রমে ২৩, ২৪, ২৫ ও ২৬ মে।

ঈদ শেষে ফেরার জন্য ৭, ৮, ৯, ১০ ও ১১ জুনের টিকিট যথাক্রমে ২৯,৩০ ও ৩১ মে এবং ১ ও ২ জুন মিলবে। কাউন্টার থেকে একজন ব্যক্তি বা যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। থাকবে পৃথক নারী কাউন্টারও। ঈদের সময় ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে যাত্রীবাহী ট্রেন ছাড়া ঈদের তিন দিন আগে থেকে কনটেইনার ও জ্বালানি তেলবাহী ট্রেন ছাড়া অন্য কোনো পণ্যবাহী ট্রেন চলাচল করবে না। ঈদ উপলক্ষে বিশেষ ট্রেন চলাচলের দিন থেকে ঈদের আগের দিন পর্যন্ত আন্তঃনগর ট্রেনগুলোর সাপ্তাহিক বন্ধ থাকবে না।

Advertisement

ঢাকায় বসবাসকারী খুলনায় কর্মরত ব্যাংক কর্মকর্তা সুমন কুমার বিশ্বাস বলেন, ট্রেনের সেবা আগের থেকে ভাল হয়েছে। এবার কিছুটা হলেও যাত্রাপথে ভোগান্তি কমবে।

ঈদের সময় ঢাকায় আসবেন রওশান আরা বেগম নামের এক স্কুল শিক্ষিকা। তিনি বলেন, যাত্রীদের সুবিধার কথা ভেবে ঈদের আগে-পরে চলাচলের জন্য খুলনা স্পেশাল ট্রেন দিয়েছে। এ সুবিধা পেয়ে যাত্রীরা কিছুটা হলেও স্বস্তিতে আসা-যাওয়া করতে পারবে।

খুলনা রেল স্টেশনের মাস্টার মানিক চন্দ্র সরকার বলেন, যাত্রীরা ৫০ শতাংশ টিকিট অনলাইনে এবং বাকি টিকিট স্টেশন কাউন্টার থেকে অগ্রিম ক্রয় করতে পারবেন। এছাড়া মোবাইল অ্যাপের কোনো টিকিট বিক্রি বাদ থাকলে সেগুলো কাউন্টার থেকে বিক্রি করা হবে। তবে বিশেষ ট্রেনের কোনো টিকিট মোবাইল অ্যাপে পাওয়া যাবে না।

আলমগীর হান্নান/এমএসএইচ/পিআর

Advertisement