ভারতে লোকসভা নির্বাচন শেষ হয়েছে। বুথ ফেরত জরিপ অনুযায়ী, পুনরায় সরকার গঠন করতে যাচ্ছে মোদির বিজেপি। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউ জানাচ্ছে, বুথ ফেরত জরিপের ফল প্রকাশের পরের দিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের দুজন সাংসদ বিজেপি নেতাদের সঙ্গে যোগাযোগ করেছেন।
Advertisement
টাইমস নাউ তাদের প্রতিবেদনে জানিয়েছে, তৃণমূলের ওই দুই সাংসদ সোমবার দিল্লিতে বিজেপির জাতীয় পর্যায়ের নেতাদের সঙ্গে ফোনে কথা বলেছেন। আনুমানিক দুপুর দুইটা থেকে আড়াইটার মধ্যে তাদের মধ্যে মুঠোফোনে দলবদলের বিষয়ে আলোচনা হয়।
বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে এই খবর জানালেও তৃণমূলের ওই দুই সাংসদের নাম প্রকাশ করেনি টাইমস নাউ। প্রতিবেদনে বলা হচ্ছে, বিজেপির নেতারা তৃণমূলের ওই নেতাকে তাদের দলে যোড় দিলে বিশেষ সম্মান দেয়া হবে বলে আশ্বাস দিয়েছেন।
বিজেপির জ্যেষ্ঠ নেতাদের বরাত দিয়ে টাইমস নাউ আরও জানিয়েছে, আগামী ২৩ মে নির্বাচনের ফলাফল ঘোষণার দিন তৃণমূলের ওই দুই প্রার্থী জয়লাভ করলে কলকাতায় রাজ্য বিজেপির সদর দফতরে প্রকাশ্যে সংবাদ সম্মেলন করবেন।
Advertisement
ভারতের ৫৪৩টি লোকসভা আসনের মধ্যে ৪২টি পশ্চিমবঙ্গে। বর্তমানে ৩৪টি আসন দখলে আছে মমতার দলের। গত নির্বাচেন বিজেপি ২টি আসনে জয়ী হয়েছিল। তবে এবারের বুথ ফেরত জরিপ বলছে পশ্চিমবঙ্গে ১২ থেকে ১৮টি আসন পাবে তারা।
বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক প্রক্রিয়ার নির্বাচন হিসেবে ভারতের সাত দফার লোকসভা নির্বাচন শুরু হয় গত ১১ এপ্রিল। গতকাল রোববার সপ্তম দফার ভোট অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে দীর্ঘ প্রায় দেড় মাসের নির্বাচন প্রক্রিয়া শেষ হয়। আগামী ২৩ মে বৃহস্পতিবার ফলাফল ঘোষণা করা হবে।
ইন্ডিয়া ট্যুডের বুথ ফেরত জরিপের ফলাফল অনুযায়ী ধারণা করা হচ্ছে, লোকসভার মোট ৫৪৩টি আসনের মধ্যে প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বাধীন বিজেপি জোট ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এনডিএ) ৩৩৯ থেকে ৩৬৫টি এবং কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স (ইউপিএ) ৭০ থেকে ১০৮টি আসন পেতে পারে।
তবে নিউজ ২৪-চাণক্যের সমীক্ষা বলছে ৩৫০টি আসন পাবে মোদির নেতৃত্বাধীন বিজেপি জোট এনডিএ। এদিকে বুথ ফেরত জরিপ শেষে নিউজ ১৮-আইপিএসওএস ৩৩৬টি, টাইমস নাউ-ভিএমআর ৩০৬টি আসনে এগিয়ে রাখছে এনডিএ জোটকে। সরকার গঠনে প্রয়োজন ২৭২টি আসন।
Advertisement
এসএ/পিআর