দেশজুড়ে

আগাম তারিখ ব্যবহার, প্রিন্স ফুডকে ১২ লাখ টাকা জরিমানা

সাভারের হেমায়েতপুরে মিষ্টিদই তৈরির কারখানায় অভিযান চালিয়ে প্রিন্স ফুড প্রোডাক্টস নামের এক প্রতিষ্ঠানকে ১২ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

Advertisement

সোমবার হেমায়েতপুরে র‌্যাব-৪ এর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

আরও পড়ুন >> আলমাস ও মোস্তফা মার্টে নকল কসমেটিক্স অভিযান প্রসজ্ঞে র‌্যাব-৪ এর এএসপি আব্দুলাহ জানান, নোঙরা ও অস্বাস্থ্যকর পরিবেশে দই ও মিষ্টি উৎপাদনসহ উৎপাদিত পণ্যে আগাম তারিখ ব্যবহারের জন্য প্রিন্স ফুড প্রোডাক্টসকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে এ কারখানায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।

আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Advertisement

মোহাম্মদ রনি খাঁ/এমএআর/এমএস