গাজীপুরের শ্রীপুরের বেলতলী মধ্যপাড়া গ্রামে এক কৃষকের পাটখড়ির বেড়ায় আটকে থাকা একটি ময়ূরকে উদ্ধার করেছে স্থানীয়রা। এ সময় ময়ূরটিকে নিয়ে উৎসুক জনতার মাঝে কৌতূহল শুরু হয়। পরে পাশেই বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের কর্তাব্যক্তিদের খবর দেয়া হলে তারা এসে ময়ূরটি উদ্ধার করে নিয়ে যায়।
Advertisement
বেলতলী মধ্যপাড়া গ্রামের যুবক রায়হান রাজ জানান, সোমবার সকাল ১০টার দিকে কৃষকের পাটখড়ির বেড়ার আটকে যায় সাফারি পার্কের একটি ময়ূর। পরে জাল থেকে নিজেকে ছাড়িয়ে নিতে চেষ্টার করতে করতে ক্লান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিল ময়ূরটি। পরে স্থানীয়রা ময়ূরটিকে উদ্ধার করে পার্শ্ববর্তী সাফারি পার্কে খবর দিলে তারা এসে ময়ূরটি নিয়ে যায়।
এ ব্যাপারে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান জানান, সম্প্রতি কালবৈশাখী ঝড়ে ময়ূর বেষ্টনীটি ক্ষতিগ্রস্ত হয়। এতেই ময়ূরটি বের হয়ে লোকালয়ে চলে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ময়ূরটিকে উদ্ধার করে পার্কে নিয়ে আসা হয়। বেষ্টনীটি মেরামতের কাজ চলছে।
শিহাব খান/আরএআর/এমএস
Advertisement