কণ্ঠশিল্পী মিলা ইসলাম গত ১৬ এপ্রিল দুপুর ১টা ৫ মিনিটে তার ফেসবুক পেজ ও দুপুর ১টা ১০ মিনিটে তার নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে ‘জীবিত নুসরাত’ শিরোনামে তিনি তার সাবেক স্বামী পারভেজ সানজারি ও তার পরিবারের উপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ আনেন।
Advertisement
সেখানে বেশ কটু ভাষায় তিনি তার সাবেক শ্বশুরবাড়ির লোকদের সমালোচনা করেন। তারই জের ধরে মিলা ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন পারভেজ সানজারি। গত ২১ এপ্রিল তিনি মামলাটি করেন বলে আজ সোমবার (২০ মে) নিশ্চিত করলেন।
সানজারি বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় আমার ও আমার পরিবারের নামে মিথ্যা প্রচার ও মানহানির চেষ্টা করায় মামলাটি করা হয়েছে। ও বারবার আমাকে নোংরাভাবে আক্রমণ করেছে। এখনো সে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করে ফোনে ম্যাসেজ পাঠায়। আমি আইনিভাবেই সবকিছুর জবাব দিতে চাই। এর বেশি কিছু বলতে চাইছি না আপাতত।’
প্রসঙ্গত, ২০১৭ সালের মে মাসে পারিবারিকভাবে বৈমানিক পারভেজ সানজারিকে বিয়ে করেন মিলা ইসলাম। বিয়ের পর তিনি গানে হয়ে পড়েন অনিয়মিত। জড়িয়ে যান সংসারে। তবে সংসার জীবন তার খুব একটা সুখের হয়নি।
Advertisement
দ্বন্দ্ব-বিবাদে জড়িয়ে বিয়ের মাত্র দুই মাসের মাথায় সংসার জীবনের ইতি টানেন পপ গানের এই শিল্পী।
এলএ/এমকেএইচ