রাজনীতি

রাজনীতিবিদদের ৩০ টাকার ইফতার করাবে বিএনপি

রাজনীতিবিদদের সম্মানে আগামী ২৮ মে ইফতার মাহফিলের আয়োজন করেছে বিএনপি। রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে অনুষ্ঠিত হবে। ইতোপূর্বে এ ধরনের আয়োজনে হরেক রকমের দামি খাবার থাকলেও এবার জনপ্রতি ইফতার সামগ্রীর বাজেট মাত্র ৩০ টাকা।

Advertisement

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘আগামী ২৮ মে ইস্কাটনের লেডিস ক্লাবে দলের পক্ষ থেকে রাজনীতিবিদদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। সেখানে ২০ দলীয় জোট, জাতীয় ঐক্যফ্রন্টসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে।’

শায়রুল বলেন, ‘বেগম খালেদা জিয়া কারাগারে ৩০ টাকার ইফতার করেন। ওই অনুষ্ঠানে জনপ্রতি যে ইফতার সামগ্রী দেয়া হবে তাও ৩০ টাকার মধ্যে রাখার সিদ্ধান্ত হয়েছে। দলের নেতাকর্মীরাও ওইদিন একই দামের মধ্যে ইফতার করবেন।

এই ৩০ টাকার ইফতারের প্যাকেজে থাকবে একটি পানির বোতল (দাম পড়বে ৬ টাকা), এক পিস খেজুর, এক পিস পেঁয়াজু, এক পিস বেগুনি, এক পিস ছোট জিলাপি, এক মুঠো মুড়ি এবং সামান্য কিছু ছোলা। দলীয় সূত্র জানায়, গত শনিবার দলের ইফতার কমিটির নেতারা এই সিদ্ধান্ত নিয়েছেন।

Advertisement

এর আগে গত ১৫ মে নয়াপল্টনে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতারা ‘বেগম খালেদা জিয়াকে কারাবিধি মোতাবেক দেয়া ইফতারের সঙ্গে সঙ্গতি রেখে ইফতার মাহফিল’ শীর্ষক অনুষ্ঠান করে।

ওই অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নিপুন রায় চৌধুরী বলেন, ‘আজ থেকে কেরানীগঞ্জের নেতাকর্মীরা জনপ্রতি ৩০ টাকার বেশি ইফতার খাবে না।’

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ৩০ টাকার ইফতার কর্মসূচিকে স্বাগত জানিয়ে গয়েশ্বর বলেন, ‘শুধু কেরানীগঞ্জের নেতাকর্মী নয়, সারা দেশের নেতা-কর্মীদের বলব, আমরা শপথ নেই, আজ থেকে কেউ ৩০ টাকার বেশি ইফতার করব না।’

কেএইচ/এমআরএম/এমকেএইচ

Advertisement