প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদফতরে (প্রতিরক্ষা মন্ত্রণালয়) বেসামরিক ১৩টি পদে ৪০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০৪ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।
Advertisement
প্রতিষ্ঠানের নাম: প্রতিরক্ষা মন্ত্রণালয়
বিভাগের নাম: সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদফতর
পদের নাম: রিসার্চ অ্যাসিস্ট্যান্টপদসংখ্যা: ০২ জনশিক্ষাগত যোগ্যতা: রসায়নসহ বিজ্ঞানে স্নাতক/সমমানবেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা
Advertisement
পদের নাম: ড্রাফটসম্যানপদসংখ্যা: ০১ জনশিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমমান/ড্রাফটসম্যানশিপে ডিপ্লোমাবেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা
পদের নাম: কম্পিউটার মুদ্রাক্ষরিক (অফিস করণিক/টাইপিস্ট কাম করণিক/এলডিএ কাম টাইপিস্ট)পদসংখ্যা: ০৪ জনশিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমমানদক্ষতা: টাইপিংয়ে নির্ধারিত গতিবেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা
পদের নাম: ইলেকট্রিশিয়ানপদসংখ্যা: ০১ জনশিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান অভিজ্ঞতা: ০২ বছরবেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা
পদের নাম: এফডব্লিউএ (ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট)পদসংখ্যা: ১৫ জনশিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমমান/এসএসসি/সমমান অভিজ্ঞতা: ০২ বছরবেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা
Advertisement
> আরও পড়ুন- বাংলাদেশ পুলিশের ৬ পদে চাকরির সুযোগ
পদের নাম: অগ্নিনির্বাপকপদসংখ্যা: ০২ জনশিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমানবেতন: ৮,৫০০-২০,৫৭০ টাকা
পদের নাম: প্যাকারপদসংখ্যা: ০১ জনশিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমানবেতন: ৮,৫০০-২০,৫৭০ টাকা
পদের নাম: অফিস সহায়কপদসংখ্যা: ০৮ জনশিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমানবেতন: ৮,২৫০-২০,০১০ টাকা
পদের নাম: নিরাপত্তা প্রহরীপদসংখ্যা: ০১ জনশিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমানবেতন: ৮,২৫০-২০,০১০ টাকা
পদের নাম: আয়াপদসংখ্যা: ০২ জনশিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণিবেতন: ৮,২৫০-২০,০১০ টাকা
> আরও পড়ুন- ফায়ার সার্ভিসে ৫২ জনের চাকরির সুযোগ
পদের নাম: বাবুর্চিপদসংখ্যা: ০১ জনশিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণিবেতন: ৮,২৫০-২০,০১০ টাকা
পদের নাম: মেসওয়েটারপদসংখ্যা: ০১ জনশিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণিবেতন: ৮,২৫০-২০,০১০ টাকা
পদের নাম: পরিছন্নতা কর্মীপদসংখ্যা: ০১ জনশিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণিবেতন: ৮,২৫০-২০,০১০ টাকা
আবেদনের নিয়ম: আগ্রহীরা www.dgms.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ০৪ জুন ২০১৯
এসইউ/এমকেএইচ