ধর্ম

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মুয়াজসহ বিজয়ী যারা

বহুল প্রতিক্ষীত দুবাই অ্যাওয়ার্ড খ্যাত ২৩তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার হৃদয়গ্রাহী এক আয়োজন সম্পন্ন হলো কাল। এবারের প্রতিযোগিতায় প্রথম হয়েছেন লিবিয়ার ২৩ বছরের যুবক মুয়াজ মাহমুদ আমির বিন হামিদ।

Advertisement

রমজানের দ্বিতীয় দিন থেকে ১৩ রমজান পর্যন্ত টানা ১২ দিন চলে এ প্রতিযোগিতায়। ১৪ রমজান প্রতিযোগিতার ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুহাম্মদ বিন রশিদ আল-মাকতুম নলেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদ বিন মোহাম্মদ।

এ প্রতিযোগিতায় চূড়ান্ত বিজয় লাভ করেন লিবিয়ার ২৩ বছরের যুবক মুয়াজ মাহমুদ আমির বিন হামিদ। পুরস্কার হিসেবে তিনি পান ২ লাখ ৫০ হাজার দিরহাম।

প্রতিযোগিতায় যৌথভাবে দ্বিতীয় হন মরক্কোর আহমেদ আচিরি এবং নাইজেরিয়ার ইবরাহিম মাওজু। তারা পুরস্কার হিসেবে পান ২ লাখ দিরহাম।

Advertisement

শীর্ষ ৭ প্রতিযোগির হলেন->> ৪র্থ স্থান : যুক্তরাষ্ট্রের আহমেদ বশির আদেন। পুরস্কার পান ৬৫ হাজার দিরহাম।>> ৫ম স্থান : তিউনিশিয়ার আয়মান ব্রাহেম। পুরস্কার পান ৬০ হাজার দিরহাম।>> ৬ষ্ঠ স্থান : সিরিয়ার ওমর আহমেদ হাসান আগা। পুরস্কার পান ৫৫ হাজার দিরহাম।

যৌথভাবে ৭ম স্থান অধিকারী ৪জন হলেন->> আব্দুল আজিজ চৌক্রী, আলজেরিয়া।>> আহমেদ মোহাম্মদ ইবরাহিম, কেনিয়া।>> আব্দুল্লাহ খালিফা ইবরাহিম খালিফা হামদান, বাহরাইন এবং>> আল-সাউই আব্দুল্লাহ আহমদ, সৌদি আরব।সপ্তম স্থান অধিকারী ৪ বিজয়ীকে ৫০ হাজার দিরহাম প্রদান করা হয়।

এ ছাড়াও এ প্রতিযোগিতায় নাম্বারের ভিত্তিতে ছিল বিশেষ পুরস্কার। আর তাহলো->> ৮০% ও তার বেশি নাম্বার পেয়েছে, তাদের প্রত্যেকের জন্য ছিল ৩০ হাজার দিরহাম পুরস্কার।>> ৭০-৭৯% নাম্বার প্রাপ্তদের জন্য ছিল ২৫ হাজার দিরহাম এবং>> ৭০% এর কম নাম্বার প্রাপ্তদের জন্য ছিল ২০ হাজার দিরহাম।

নগদ পুরস্কারের সঙ্গে প্রতিযোগিতায় উত্তীর্ণদের মূল্যবান সার্টিফিকেটও প্রদান করা হয়।

Advertisement

আরও পড়ুন > কুরআন মুখস্থ করলো ৩ বছরের জাহরা

১৯৯৭ সালে দুবাই অ্যাওয়ার্ড খ্যাত এ প্রতিযোগিতা ২টি বিভাগে শুরু হলেও বর্তমানে ১৪টি বিভাগে পরিচালিত হয় এ প্রতিযোগিতা। এর প্রত্যেক ক্যাটাগরিতেই পুরস্কার দেয়া হয়। এবার এ প্রতিযোগিতার ২৩তম পর্ব সম্পন্ন হলো।

এমএমএস/জেআইএম