দেশজুড়ে

আবারও পেছালো পদ্মা সেতুর ১৩তম স্প্যান বসানোর সিডিউল

নাব্য সঙ্কট এবং ১৪ নম্বর পিলারে 'লিফটিং হ্যাঙ্গার' বসাতে না পারায় ১৩তম স্প্যান ৩-বি বসানোর সিডিউল পেছানো হয়েছে। পরিবর্তিত তারিখ অনুয়ায়ী আগামী ২৫-২৭ মে এর মধ্যে এই স্প্যান বসানো হতে পারে।

Advertisement

পদ্মা সেতুর সহকারি প্রকৌশলী হুমায়ুন কবির রোবাবার (১৯ মে) সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ১৩তম স্প্যানটি মাওয়া প্রান্তে ১৪ ও ১৫ নম্বর পিলারের ওপর বসানোর কথা ছিল। এর আগেও কয়েক দফায় এই স্প্যানটি বাসানোর তারিখ পরিবর্তন করা হয়।

তিনি আরও জানান, মাওয়া কন্সট্রাকশন ইয়ার্ড থেকে তিন হাজার ৬০০ টন ধারণ ক্ষমতা সম্পন্ন ‘তিয়ান ই’ ভাসমান ক্রেন ১৫০ মিটার দৈর্ঘ্যের স্প্যান বহন করে নির্দিষ্ট পিলারের স্থানে নিয়ে যায় এবং লিফটিং হ্যাঙ্গারের মাধ্যমে স্প্যান বসানো হয়। কিন্তু বর্তমানে ২৬ নম্বর পিলার এলাকায় পাইলিংয়ের কাজে লিফটিং হ্যাঙ্গার ব্যবহৃত হচ্ছে। এছাড়া স্প্যানবহনকারী ক্রেনটির রুটে নদীতে নাব্য সঙ্কটও রয়েছে। সর্বোপরি পাইলিং শেষ হলে আগামী ২৫ থেকে ২৭ মে'র মধ্যে স্প্যান ৩-বি বসানো হতে পারে।

উল্লেখ্য, ১৩তম এই স্প্যানটি বসানো হলে স্থায়ী ও অস্থায়ীভাবে দৃশ্যমান হবে পদ্মা সেতুর ১ হাজার ৯৫০ মিটার অবকাঠামো।

Advertisement

ভবতোষ চৌধুরী নুপুর/এমএমজেড