জাতীয়

রবির ইংলিশ ইন স্কুল রাজশাহীতে

ইংরেজি ভাষার শিক্ষকদের দক্ষতাকে বৃদ্ধি করতে রাজশাহী অঞ্চলে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে রবি ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার। রাজশাহী বিভাগের ২৫টি বিদ্যালয় থেকে ৭৫ জন শিক্ষক এতে অংশগ্রহণ করেন। শনিবার এই কর্মশালা হয়ে গেলো।রবির চিফ কর্পোরেট অ্যান্ড পিপল অফিসার (সিসিপিও) মতিউল ইসলাম নওশাদ প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দি ডেইলি স্টারের ইংলিশ ইন স্কুল কর্মসূচির পরামর্শক ড. সালেহউদ্দিন আহমেদ, রবির কোম্পানি সেক্রেটারিয়েট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট আহমেদ ইকবাল পারভেজ এবং হিউম্যান রিসোর্স বিজনেস পার্টনারিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট মো. ফয়সাল ইমতিয়াজ খান প্রমুখ।প্রশিক্ষণ কর্মসূচির প্রাথমিক উদ্দেশ্য হলো নির্বাচিত বিদ্যালয়গুলোর ইংরেজি শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ইংরেজি ভাষা শিক্ষার মানোন্নয়ন। দিনব্যাপি প্রশিক্ষণে শিক্ষকদের সামনে ইংরেজি ভাষা শিক্ষা প্রদানে আধুনিক সরঞ্জামাদির ব্যবহার ও কৌশলগুলো তুলে ধরা হয়।ইংরেজি শিক্ষাকে শিক্ষার্থীদের কাছে আনন্দময় করে তোলার জন্যই এ প্রশিক্ষণের আয়োজন। এর মাধ্যমে ইংরেজি ভাষা শিক্ষা প্রদানে সীমাবদ্ধতা কীভাবে কাটিয়ে ওঠা যায় সে সম্পর্কে শিক্ষকদের ধারণা দেয়া হয়েছে। ইআইএস কর্মসূচির বিস্তারিত তুলে ধরার পাশাপাশি শিক্ষকরাও কর্মসূচিকে আরো সমৃদ্ধ করতে তাদের পরামর্শ ও মতামত প্রদান করেন।সিলেট, খুলনা, চট্টগ্রাম ও রাজশাহী অঞ্চলের নির্ধারিত ১০০টি বিদ্যালয়ের ইংরেজি শিক্ষকরা চলমান ইংলিশ ইন স্কুল প্রকল্পের অন্তর্ভূক্ত। প্রকল্পের আওতায় প্রতিটি এলাকার ২৫টি বিদ্যালয়ে দি ডেইলি স্টারের সোমবারের সংখ্যাটি প্রদান করা হচ্ছে। সপ্তাহের প্রতি সোমবার ‘ইংলিশ ইন স্কুল- কনটেন্ট পেজ’ নামে একটি সাময়িকী প্রকাশ করা হয় যা শিক্ষার্থী ও সংশ্লিষ্ট শিক্ষকদের জন্য একটি শিক্ষা সহায়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।এ ছাড়া নির্ধারিত প্রতিটি বিদ্যালয় সোমবারের সাময়িকীটি ৫০টি কপি পেয়ে থাকেন। চারটি অঞ্চলে মোট আটটি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হবে। প্রতিটি স্কুল থেকে দুইজন করে শিক্ষক এতে অংশ নেবেন। প্রতিটি অঞ্চলের প্রথম প্রশিক্ষণ কর্মসূচিতে বিদ্যালয়টির প্রধান শিক্ষক বা অধ্যক্ষও অংশ নেবেন।রবি তার কর্পোরেট রেস্পন্সিবিলিটির অংশ হিসেবে দেশজুড়ে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের ইংরেজি ভাষা শিক্ষায় দক্ষতা অর্জনের লক্ষ্যে কয়েক বছর ধরে দি ডেইলি স্টার-এর সঙ্গে ‘ইংলিশ ইন স্কুল’ নামের এই কর্মসূচিটি পরিচালনা করে আসছে।এসএ/বিএ

Advertisement