আন্তর্জাতিক

বুথ ফেরত জরিপ : পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসছে মমতার তৃণমূল

ভারতের সাত দফার ম্যারাথন লোকসভা নির্বাচনের পর দেশটির বিভিন্ন জরিপকারী সংস্থা নির্বাচনের বুথ ফেরত জরিপের ফলাফল প্রকাশ করেছে। এতে দেশটির ক্ষমতায় আবারো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় আসছেন বলে আভাস দিয়েছে।

Advertisement

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা আইপিএসওএস ও প্রভাবশালী সংবাদমাধ্যম সিএনএন নিউজ১৮ এর বুথ ফেরত জরিপের ফলাফলে বলা হয়েছে, দেশটির ডানপন্থী দলগুলোর নেতৃত্বদানকারী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) জোট প্রথম ছয় দফার ৪৮৩ আসনের মধ্যে ২৯২ থেকে ৩১২ টি আসনে জয়ী হতে পারে।

অন্যদিকে বাংলাদেশের সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গে আবারো মমতা বন্দোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস জয়ী হতে যাচ্ছে বলে চারটি সংস্থা ও সংবাদমাধ্যমে বুথ ফেরত জরিপের ফলাফলে বলা হয়েছে।

দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম টাইমস নাউ-এর বুথ ফেরত জরিপ বলছে, পশ্চিমবঙ্গে অন্তত ২৮টি আসনে জয় পেতে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ১১ এবং কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট দুটি আসনে জয় পেতে পারে।

Advertisement

আরও পড়ুন :নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের ক্ষমতায় আসছেন মোদি

ইন্ডিয়া টিভি ও পোলস্ট্র্যাটের বুথ ফেরত জরিপ বলছে, মমতা বন্দোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসই আবারো পশ্চিমবঙ্গের ক্ষমতায় বসছে। ৪২ আসনের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ২৬, কংগ্রেস ২, বিজেপি ১৪ আসনে জয় পাবে বলে আভাস দেয়া হয়েছে। তবে পশ্চিমবঙ্গের ব্যাপক আলোচিত বামপন্থীরা শূন্য।

টাইমস নাউ ভিএমআরের জরিপে তৃণমূল কংগ্রেস ২৮, কংগ্রেস ২, বিজেপি ১১ এবং বামপন্থী দলগুলো ১টি আসনে জয় পতে পারে বলে জানানো হয়েছে।

অন্যদিকে, রিপাবলিক জন কি বাতের বুথ ফেরত জরিপ বলছে, তৃণমূল কংগ্রেস ১৩ থেকে ২১, কংগ্রেস ৩, বিজেপি ১৮ থেকে ২৬ আসনে জয় পাবে। রিপাবলিকের জরিপে পশ্চিমবঙ্গে বামপন্থীরা কোনো আসনেই জয় পাবে না বলে আভাস দিয়েছে।

Advertisement

রিপাবলিক-সি ভোটারের জরিপ বলছে, তৃণমূল কংগ্রেস ২৯, কংগ্রেস ২, বিজেপি ১১ এবং বামরা শূন্য আসনে জয় পাবে।

আরও পড়ুন : ভোটারদের মন জয় করতে মন্দিরের গুহায় ধ্যানে বসেছেন মোদি

জরিপ সংস্থা রিপাবলিক সি-ভোটার তাদের বুথ ফেরত সমীক্ষার ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন রাজনৈতিক দল বিজেপি আবারও ক্ষমতায় আসছে বলে ইঙ্গিত দিয়েছে। তাদের জরিপের ফলাফলে বলা হয়েছে, ৫৪৩ আসনের লোকসভায় ৩ শতাধিক আসনে জয়ী হতে পারে বিজেপি। পাশাপাশি রাহুল গান্ধীর নেতৃত্বাধীন দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস এবং মিত্ররা ১২৮ আসনে জয় পেতে পারে।

ভারতের এবারের ১৭তম লোকসভা নির্বাচনে প্রায় ৯০ কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সাত দফার এ নির্বাচনে প্রায় ১০ লাখ ভোটকেন্দ্র তৈরি করা হয়।

বিশ্বের সর্ববৃহৎ এই ম্যারাথন ভোটযজ্ঞ শুরু হয়েছিল গত ১১ এপ্রিল। প্রথম দফার ভোটে ভোটদানের হার ছিল ৬৯.৪৩ শতাংশ। ১৮ এপ্রিল দ্বিতীয় এবং ২৩ এপ্রিল তৃতীয় দফায় ৬৬ শতাংশ ভোট পড়ে। ২৯ এপ্রিল চতুর্থ দফায় ভোটদানের হার ছিল ৬৪ শতাংশ। ৫৭.৩৩ শতাংশ ভোট পড়ে পঞ্চম দফায়। ৬৩.৩ শতাংশ ভোট পড়েছে ষষ্ঠ দফার ভোটে।

এসআইএস/এমএস