প্রবাস

মালয়েশিয়ায় ১৮০ ভুয়া পাসপোর্টসহ দুই বাংলাদেশি ধরা

মালয়েশিয়ার অভিবাসন বিভাগ ও পুলিশের যৌথ অভিযানে জাল পাসপোর্ট, ভিসা স্টিকারসহ ১৬ জনকে আটক করেছে ইমিগ্রেশন। এ সময় উদ্ধার করা হয়েছে ১৭০টি বাংলাদেশি পাসপোর্ট, ইন্ডিয়ার ১০টি পাসপোর্টসহ ১০ জাল ভিসা স্টিকার।

Advertisement

আটকদের বয়স ২২ থেকে ৪৬ বছর। আটক ১৬ জনের মধ্যে স্থানীয় ৮ জন বাকিরা বিদেশি নাগরিক। ওই ৮ জনের দুইজন বাংলাদেশি বলে স্থানীয় পত্রিকা উতুসানে প্রকাশিত খবরে জানা গেছে।

আরও পড়ুন> ৪৫ হাজার পাউন্ড না দেয়ায় র‌্যাঙ্কিংয়ে নেই ঢাবি

মালয়েশিয়া অভিবাসন বিভাগের প্রধান দাতুক খায়রুল দাজামি দাউদ বলেন, ‘এই চক্রটি বিভিন্ন বিদেশি শ্রমিকদের সহজেই ভিসা পাওয়া এবং পাসপোর্ট তৈরির কাজে দীর্ঘ একবছর নিয়োজিত ছিল।

Advertisement

গত ১৬ মে কুয়ালালামপুরের পার্শ্ববর্তী কেলাং লামার একটি অফিসে অভিযান চালিয়ে বিভিন্ন ফাইলসহ মালয় রিংগিত ৭৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

আটকদের বিরুদ্ধে ইমিগ্ৰেশন আইনের বিভিন্ন ধারায় গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এমআরএম/পিআর

Advertisement