খেলাধুলা

বিশ্বকাপে যাচ্ছেন আব্দুর রাজ্জাকও!

একটা সময় ছিলেন জাতীয় দলের অপরিহার্য সদস্য। নিজের বাঁ হাতের ঘূর্ণিতে ব্যাটসম্যানদের বারবার করেছেন বিভ্রান্ত। প্রতিপক্ষের অসংখ্য উইকেট পুড়েছেন নিজের ঝুলিতে। তবে এসবের কিছুই এখন আর নেই।

Advertisement

জাতীয় দলের রঙিন জার্সি গায়ে আব্দুর রাজ্জাক শেষ কবে মাঠে নেমেছিলেন, তা ভুলে গেছেন অনেকেই। গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেললেও একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সর্বশেষ খেলেছেন ২০১৪ সালের আগস্টে।

এবারের বিশ্বকাপ স্কোয়াডে তাই সুদূর কল্পনায়ও ছিলেন না রাজ্জাক। বিশ্বকাপ খেলতে ইতিমধ্যেই ইংল্যান্ডে পাড়ি জমিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সেই ইংল্যান্ড বিশ্বকাপে যাচ্ছেন জাতীয় দলের সাবেক স্পিনার আব্দুর রাজ্জাকও। তবে খেলতে নয়। রাজ্জাক ইংল্যান্ড যাবেন ক্রিকেটের সর্ব্বোচ্চ সংস্থা আইসিসির শুভেচ্ছাদূত হয়ে।

এর আগে দুইটি বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্বও করেছেন আব্দুর রাজ্জাক। ২০০৭ ও ২০১১ বিশ্বকাপে দলের বোলিং বিভাগের অন্যতম ভরসা ছিলেন তিনি। ২০০৭ সালের বিশ্বকাপে দেশের হয়ে সর্ব্বোচ্চ ১৩ উইকেটের মালিকও ছিলেন এই বাঁহাতি স্পিনার। দেশের হয়ে ১৩ টেস্ট, ১৫৩ টি ওয়ানডে ও ৩৪ টি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে রাজ্জাকের।

Advertisement

দেশের প্রথম বোলার হিসেবে ওয়ানডেতে ২০০ উইকেট পাওয়ার কৃতিত্বও রাজ্জাকের দখলে। বিশ্বকাপের সময় আইসিসির হয়ে বিভিন্ন প্রচারণামূলক কাজে অংশ নেওয়ার কথা রয়েছে তার। এই মাসের ৩০ তারিখ ইংল্যান্ডে পর্দা উঠবে ক্রিকেটের বিশ্ব মহারণের।

এমএইচবি/এমএমআর/পিআর