গত বিশ্বকাপের আসর বসেছিলো ২০১৫ সালে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে, এবারের আসর বসবে ক্রিকেটের তীর্থভূমি ইংল্যান্ডে এ বছর অর্থাৎ ২০১৯ সালে। মাঝখান কেটে গেছে চার বছর। পরিসংখ্যান বলছে, গত বিশ্বকাপের শুরু থেকে সদ্য সমাপ্ত আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজের ফাইনাল পর্যন্ত এই চার বছরে বাংলাদেশের সেরা বোলার সাকিব আল হাসান। এছাড়া এই সময়ের মধ্যে বিশ্বে ১৮তম স্থানে আছেন তিনি।
Advertisement
সাকিব গত চার বছরে দেশের জার্সি গায়ে মাঠে নেমেছেন ১১২ ম্যাচে। এই ১১২ ম্যাচ আর ১২২ ইনিংসে বিশ্বসেরা এই অলরাউন্ডারের উইকেট সংখ্যা ১৭৬ টি। এর মধ্যে ইনিংস ছয়বার ৫ উইকেট ও একবার পেয়েছেন ১০ উইকেট।
সাকিব সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন ওয়ানডেতে। এই ফরমেটে ৫৫ ইনিংসে তার উইকেট সংখ্যা ৬৭ টি। বাঁহাতি এই স্পিনার ওভার প্রতি রান দিয়েছেন ৪.৮৭ গড়ে। টেস্টে ১৮ ম্যাচ আর ৩১ ইনিংসে সাকিবের উইকেট ৬৫ টি। এছাড়া টি-টোয়েন্টিতে ৩৭ ম্যাচে ৪৪ উইকেট নিয়েছেন তিনি।
গত চার বছরে উইকেট শিকারের দিক থেকে সাকিবের পরেই আছেন 'কাটারমাস্টার' খ্যাত বোলার মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজের ক্যারিয়ারই অবশ্য শুরু হয়েছে ২০১৫ সালের পর। এক বিশ্বকাপ থেকে অন্য বিশ্বকাপ পর্যন্ত উইকেট শিকারির তালিকায় বাংলাদেশে দ্বিতীয়তে থাকা বাঁহাতি এই পেসারের উইকেট সংখ্যা ১৫৯ টি।
Advertisement
৮৯ ম্যাচ আর ৯৬ ইনিংসে ওভার প্রতি ৪.৬২ গড়ে রান দিয়ে ১৫৯ উইকেট নেন মোস্তাফিজ। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অবশ্য সবচেয়ে বেশি উইকেট মোস্তাফিজেরই। এই সময়ে দেশের হয়ে ৪৫ টি ওয়ানডে ম্যাচ খেলে সর্ব্বোচ্চ ৮৩ উইকেট নিয়েছেন। টেস্টে ১৩ ম্যাচে ২৮ টি ও টি-টোয়েন্টিতে ৩০ ম্যাচে বাংলাদেশের হয়ে সর্ব্বোচ্চ ৪৮ উইকেট তার।
তালিকার তৃতীয়তে আছেন তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তারও ক্যারিয়ার শুরু ২০১৫ বিশ্বকাপের পর। তবুও তালিকার তৃতীয়তে আছেন তিনি। ৬০ ম্যাচ আর ৭৪ ইনিংসে তার উইকেট ১১৯ টি। ওভার প্রতি রান দেওয়ার ক্ষেত্রে তালিকার সবচেয়ে কৃপণ বোলার মিরাজ। ওভার প্রতি তিনি রান দিয়েছেন ৩.৭৭ গড়ে।
টেস্টে এই সময়ে দেশের সেরা বোলার মিরাজ। ১৯ টেস্টে ৩৪ ইনিংসে তার উইকেট ৮৪ টি। ওয়ানডেতে ২৮ ম্যাচে ২৯ উইকেট ও টি-টোয়েন্টিতে ১৩ ম্যাচে মাত্র ৪ উইকেট শিকার করেছেন এই অফস্পিনার।
তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন দুই পেসার মাশরাফি ও রুবেল। ৯১ ম্যাচে মাশরাফির উইকেট সংখ্যা ৯৮ টি। আর তিন ফরম্যাট মিলিয়ে ৬৪ ম্যাচ আর ৬২ ইনিংসে রুবেলের উইকেট সংখ্যা ৭৬ টি।
Advertisement
আর বিশ্বে গত বিশ্বকাপ থেকে এই বিশ্বকাপ পর্যন্ত সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা। ১১৯ ম্যাচ আর ১৫০ ইনিংসে রাবাদার উইকেট সংখ্যা ৩০৬ টি।
এমএইচবি/এমএমআর/পিআর